প্রথম টি-২০ ম্যাচে উত্তেজক জয় তুলে নিয়ে সিরিজে লিড নেয় ভারত। ইংল্যান্ডের ইসি ওং সেই ম্যাচে নজরকাড়া বল করলেও ব্যাট হাতে সফল হননি। তবে পরের ২টি ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ব্রিটিশ অল-রাউন্ডার ভারতের কাছ থেকে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ছিনিয়ে নেন।
রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক টি-২০ ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও ইংল্যান্ডের মহিলা-এ দল। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয়-এ দলের ক্যাপ্টেন মিন্নু মণি। যদিও বড়সড় ইনিংস গড়তে ব্যর্থ হয় ভারত। কোনও রকমে ১০০ টপকে অল-আউট হয়ে যায় ভারতীয়-এ দল।
১৯.২ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় ভারতের মেয়েদের ইনিংস। ওপেন করতে নেমে উইকেটকিপার উমা ছেত্রী দলের হয়ে সব থেকে বেশি ২১ রান সংগ্রহ করেন। ১৬ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। এছাড়া ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২০ রান করেন দিশা কাসাত। শেষ বেলায় ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১১ রানের যোগদান রাখেন মণিকা প্যাটেল।
এছাড়া দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ভারতের আর কোনও ব্যাটার। দীনেশ বৃন্দা ৯, গঙ্গাদি তৃষা ৭, মিন্নু মণি ৮, আরুশি গোয়েল ৫, কণিকা আহুজা ৩ ও শ্রেয়াঙ্কা পাতিল ৬ রান করেন। খাতা খুলতে পারেননি মন্নত কাশ্যপ ও অনুষা বরেড্ডি।
ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট দখল করেন ইসি ওং, ক্রিশ্চি গর্ডন, ম্যাডি ভিলিয়র্স ও লরেন ফিলার। ১টি করে উইকেট নেন মাহিকা গৌর ও ফ্রেয়া কেম্প। অর্থাৎ, ইংল্যান্ডের ৬ জন বোলারই পালা করে উইকেট তোলেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের মহিলা-এ দল ১৯.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ইসি ওং দলের হয়ে সব থেকে বেশি ২৮ রান করে নট-আউট থাকেন। ৩০ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ক্যাপ্টেন হলি আর্মিটেজ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৭ রান করে রান-আউট হন। সেরেন স্মেল ১৮ ও গ্রেস স্ক্রিভেন্স ১০ রানের যোগদান রাখেন।
ভারতের শ্রেয়াঙ্কা পাতিল ও মিন্নু মণি ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন মণিকা প্য়াটেল, মন্নত কাশ্যপ ও অনুষা বরেড্ডি। ম্যাচের সেরা হন ইসি ওং।