বাংলা নিউজ > ক্রিকেট > Vijay Hazare Trophy: চাহালকে সামলাতে হিমশিম মায়াঙ্করা, শূন্য রানে আউট হওয়ার পরের ম্যাচেই দাপুটে অর্ধশতরান রোহিত শর্মার

Vijay Hazare Trophy: চাহালকে সামলাতে হিমশিম মায়াঙ্করা, শূন্য রানে আউট হওয়ার পরের ম্যাচেই দাপুটে অর্ধশতরান রোহিত শর্মার

জাতীয় দলের জার্সিতে যুজবেন্দ্র চাহাল। ছবি- এএফপি।

Karnataka vs Haryana Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে শক্তিশালী কর্ণাটককে ধরাশায়ী করল হরিয়ানা। সেট হয়েও উইকেট দিয়ে আসেন যুবরাজ সিং।

চণ্ডীগড়ের বিরুদ্ধে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলার পরে দিল্লির বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির গত ম্যাচে শূন্য রানে আউট হন রোহিত শর্মা। এবার কর্ণাটকের বিরুদ্ধে ফের লড়াকু হাফ-সেঞ্চুরি করেন রোহিত। উইকেটকিপার-ব্যাটারের অর্ধশতরানের সুবাদেই শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় হরিয়ানা। যদিও দুরন্ত বোলিংয়ে হরিয়ানার জয়ের ভিত গড়েন যুজবেন্দ্র চাহাল।

আমদাবাদে বিজয় হাজারে ট্রফির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে কর্ণাটক ও হরিয়ানা। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কর্ণাটক। যদিও তাদের সেই সিদ্ধান্ত কতটা যথাযথ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কেননা ৪৩.৫ ওভারে তারা মাত্র ১৪৩ রানে অল-আউট হয়ে যায়।

১০ নম্বরে ব্যাট করতে নেমে বিজয়কুমার বৈশাক অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। নাহলে কর্ণাটকের পক্ষে ১০০ রানের গণ্ডি টপকানোও মুশকিল হতো। কেননা একসময় তারা মাত্র ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে বসে। বিজয়কুমার ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্য়ে ৬১ বলে ৫৪ রান করে আউট হন।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: ওভার প্রতি উঠল প্রায় ১৯ রান, ২৫ বলেই খেল খতম, চোখের নিমেষে ম্য়াচ জিতে ইতিহাস গড়ল পঞ্জাব

এছাড়া মণীশ পান্ডে করেন ৪৪ বলে ২৪ রান। তিনি ৩টি চার মারেন। বিআর শরৎ ১৫ ও জগদীশা সূচিত ১২ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। রবিকুমার সামর্থ ১, নিকিন জোস ৯, অভিনব মনোহর ৩, মনোজ ভান্দাগে ৮, কৃষ্ণাপ্পা গৌতম ১ ও বাসুকি কৌশিক অপরাজিত ২ রান করেন।

যুজবেন্দ্র চাহাল ১০ ওভার বল করে ২টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। সুমিত কুমার ১০ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন। নিশান্ত সিন্ধু ২২ রানে ২টি উইকেট পকেটে পোরেন। ২৯ রানে ২টি উইকেট নেন অংশুল কাম্বোজ। ২৫ রানে ১টি উইকেট দখল করেন হার্ষাল প্যাটেল। উইকেট পাননি রাহুল তেওয়াটিয়া।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: শূন্যের মিছিলে নাম লেখালেন অর্জুন তেন্ডুলকর, আকাশের আগুনে গোয়াকে ঝলসে দিল বাংলা

জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ৩১.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলে ম্যাচ জিতে যায়। রোহিত শর্মা ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ৬৩ রান করে আউট হন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৪৩ রান করেন নিশান্ত সিন্ধু। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৯ রান করেন ওপেনার যুবরাজ সিং।

কর্ণাটকের বাসুকি কৌশিক ও জগদীশা সূচিত ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন বিজয়কুমার বৈশাক।

ক্রিকেট খবর

Latest News

দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুর সমব্যথী! স্বাতীর পোস্টে ক্ষুব্ধ আপ 'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে চিকিৎসকদের আন্দোলনের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ! সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.