বাংলা নিউজ > ক্রিকেট > SA vs AUS: রোহিতরা বলতেন, পরপর দুই ম্যাচে করে দেখালেন মার্শ, দক্ষিণ আফ্রিকে ঘুরিয়ে দিল অজিরা

SA vs AUS: রোহিতরা বলতেন, পরপর দুই ম্যাচে করে দেখালেন মার্শ, দক্ষিণ আফ্রিকে ঘুরিয়ে দিল অজিরা

জয়ের পর অজি দল। ছবি-রয়টার্স  (REUTERS)

দুর্দান্ত পারফরম্যান্স মার্শের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

একদিকে যেমন এশিয়া কাপের যুদ্ধ চলছে। এশিয়া মহাদেশের দেশগুলি নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি করে নিচ্ছে এই টুর্নামেন্ট থেকেই। অন্যদিকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ খেলতে উড়ে গিয়েছে। এবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আধিপত্য বজায় রাখল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া লক্ষ্য মাত্রা ৫ ওভার বাকি থাকতেই সম্পূর্ণ করে ফেলল অজি ব্রিগেড।

এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ১৬৪ রান তোলে তারা। আগের দিনের মতো এদিনের ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অনেকটা ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইনিংসের মাঝপথে অধিনায়ক এডেন মার্করাম ৪৯ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। যার ফলে রানের গতি কিছুটা বাড়ে। এছাড়াও ওপেনার বাভুমা কিছুটা লড়াই করেন শুরুতে। ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১৭ বলে ৩৫ রান করেন তিনি। এই দুইজন ক্রিকেটার ছাড়া দক্ষিণ আফ্রিকার অন্য কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। ফলে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়াকে দেয় তারা। আজিবাহিনীর হয়ে বল হাতে এই দিন কামাল দেখান ন্যাথন এলিস ও শন অ্যাবট। তিনটি করে উইকেট নেন তারা। এছাড়াও দুইটি উইকেট নেন বেহরেনডর্ফ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। পাঁচ ওভারের মাথায় ৩২ রানে প্রথম উইকেট পড়ে। অস্ট্রেলিয়ার অল্প রানে আউট হয়ে ফিরে যান ওপেনার ট্র্যাভিস হেড। অন্য প্রান্তে থাকা ম্যাথিউ শর্ট ৭টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৩৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে যান। হেডের জায়গায় ব্যাট করতে আসা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক মিচেল মার্শ প্রথম ম্যাচের মতো ম্যাচেও রনংদেহি মূর্তি ধারণ করেন। ৩৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।মার্শের এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারির সৌজন্যে।

এই জুটির আক্রমণের মাঝে দাঁড়াতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বোলাররা। মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.৫ বলে ১৬৮ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন শামসি ও লিজাদ উইলিয়ামস। এই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অস্ট্রেলিয়ার বোলার শন অ্যাবট। তিনি চার ওভার বল করে ২২ রান দিয়ে তিন উইকেট তুলে নেয়।

তিনটি ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে অজি বাহিনী। এখন দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই। শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে আগামীকাল। এরপরে পাঁচটি ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের গার্ডেনরিচকাণ্ডে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের অনুমতি হাইকোর্টের অপেক্ষার অবসান! মাস দুয়েকের মধ্য়েই বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান ‘সংখ্যালঘুদের গো মাংস খাওয়ার অধিকার দিতে চায় কংগ্রেস’, বেলগাম আক্রমণ যোগীর অধিক VVPAT ব্যবহারের জন্য রাজনৈতিক সংগ্রাম চলবে, বার্তা কংগ্রেসের ১০০ শতাংশ ভোট পড়ল কর্ণাটকের প্রত্যন্ত এই গ্রামে, এখানে ভোটারের সংখ্যা কত জানেন? ‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...'

Latest IPL News

পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.