একদিকে যেমন এশিয়া কাপের যুদ্ধ চলছে। এশিয়া মহাদেশের দেশগুলি নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি করে নিচ্ছে এই টুর্নামেন্ট থেকেই। অন্যদিকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ খেলতে উড়ে গিয়েছে। এবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আধিপত্য বজায় রাখল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া লক্ষ্য মাত্রা ৫ ওভার বাকি থাকতেই সম্পূর্ণ করে ফেলল অজি ব্রিগেড।
এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ১৬৪ রান তোলে তারা। আগের দিনের মতো এদিনের ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অনেকটা ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইনিংসের মাঝপথে অধিনায়ক এডেন মার্করাম ৪৯ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। যার ফলে রানের গতি কিছুটা বাড়ে। এছাড়াও ওপেনার বাভুমা কিছুটা লড়াই করেন শুরুতে। ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১৭ বলে ৩৫ রান করেন তিনি। এই দুইজন ক্রিকেটার ছাড়া দক্ষিণ আফ্রিকার অন্য কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। ফলে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়াকে দেয় তারা। আজিবাহিনীর হয়ে বল হাতে এই দিন কামাল দেখান ন্যাথন এলিস ও শন অ্যাবট। তিনটি করে উইকেট নেন তারা। এছাড়াও দুইটি উইকেট নেন বেহরেনডর্ফ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। পাঁচ ওভারের মাথায় ৩২ রানে প্রথম উইকেট পড়ে। অস্ট্রেলিয়ার অল্প রানে আউট হয়ে ফিরে যান ওপেনার ট্র্যাভিস হেড। অন্য প্রান্তে থাকা ম্যাথিউ শর্ট ৭টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৩৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে যান। হেডের জায়গায় ব্যাট করতে আসা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক মিচেল মার্শ প্রথম ম্যাচের মতো ম্যাচেও রনংদেহি মূর্তি ধারণ করেন। ৩৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।মার্শের এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
এই জুটির আক্রমণের মাঝে দাঁড়াতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বোলাররা। মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.৫ বলে ১৬৮ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন শামসি ও লিজাদ উইলিয়ামস। এই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অস্ট্রেলিয়ার বোলার শন অ্যাবট। তিনি চার ওভার বল করে ২২ রান দিয়ে তিন উইকেট তুলে নেয়।
তিনটি ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে অজি বাহিনী। এখন দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই। শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে আগামীকাল। এরপরে পাঁচটি ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া।