Mayank Agarwal Health: মঙ্গলবার ফ্লাইটে উঠার পর ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের স্বাস্থ্যের অবনতি হয়েছিল। এরপর তাঁকে আগরতলার হাসপাতালে ভর্তি করা হয়। চলতি রঞ্জি ট্রফিতে কর্ণাটক দলকে নেতৃত্ব দিচ্ছেন মায়াঙ্ক। ৩২ বছর বয়সি মায়াঙ্ক রঞ্জি ম্যাচ খেলে আগরতলা থেকে ফিরছিলেন। আগরতলা থেকে সুরাট যাওয়ার বিমানে উঠে একটি পানীয় পান করেন তিনি। এরপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মায়াঙ্ক। আসলে প্লেনে তাঁর সিটের তলায় একটি প্যাকেটে থাকা তরলকে তিনি জল ভেবে পান করেছিলেন। এই ভুলেই তাঁর সমস্যা তৈরি হয়, এর পরে তাঁর শরীর খারাপ হতে থাকে। গলা জ্বালা করার পাশাপাশি বমিও করেন মায়াঙ্ক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
এরপরে মায়াঙ্ক আগরওয়ালের ভক্তেরা তাঁকে নিয়ে চিন্তা করতে থাকেন। তবে বুধবার ভক্তদের কাছে তার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন মায়াঙ্ক। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ দুটি ছবি শেয়ার করেছেন, যাতে তিনি থাম্বস-আপ দেখাচ্ছেন। এই ছবি দুটোতে তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি ফ্যানদের উদ্দেশ্যে ক্যাপশনে বিশেষ বার্তা লিখেছেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই।’ মায়াঙ্কের পোস্টে ভক্তেরা প্রচুর প্রতিক্রিয়া দিচ্ছেন। তাঁর ভক্তেরা তাঁকে লিখেছেন যে, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন চ্যাম্পিয়ন, নিজের যত্ন নিন।’ মিডিয়া রিপোর্ট অনুসারে, মায়াঙ্ক আগরওয়ালকে বুধবার সন্ধ্যার মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
আমরা আপনাকে বলি যে মায়াঙ্ক কিছু ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন। তিনি পুলিশের কাছে একটি অফিসিয়াল অভিযোগও দায়ের করেছেন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার পিটিআইকে বলেছেন, ‘মায়াঙ্ক আগরওয়ালের ম্যানেজার বিষয়টি তদন্ত করার জন্য এনসিসিপিএস (নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়) অভিযোগ দায়ের করেছেন। তার ম্যানেজার বলেছেন যে তিনি যখন বিমানে উঠছিলেন, তখন তার সামনে একটি থলি রাখা হয়েছিল। তিনি এটির সামান্য পান করেছিলেন, কিন্তু হঠাৎ তার মুখ জ্বলতে শুরু করে এবং তিনি কথা বলতে পারেননি এবং তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। তার মুখে ফোলা ও ঘা দেখা দিয়েছিল।’
সম্প্রতি আগরতলার স্টেডিয়ামে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মাঠে নেমেছিলেন মায়াঙ্ক। তিনি ৫১ এবং ১৭ রান করেন। সোমবার (২৯ জানুয়ারি) কর্ণাটক ২৯ রানে জিতেছে। কর্ণাটককে ২ ফেব্রুয়ারি থেকে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতে হবে। এই ম্যাচে মায়াঙ্ককে বিশ্রাম দেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। মায়াঙ্ক তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের মার্চ মাসে।