ছেলেদের অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফির জন্য দল ঘোষণা করল বিসিসিআই। জাতীয় জুনিয়র নির্বাচকমণ্ডলী ৪টি দলের জন্য মোট ৫৬ জন ক্রিকেটারকে বেছে নেন। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলা থেকে সুযোগ পয়েছেন মাত্র ১ জন ক্রিকেটার।
কবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফি:-
আগামী ৩ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রফি। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।
ক'টি দল অংশ নেবে টুর্নামেন্টে:-
ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি, ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-ডি, এই চারটি দল অংশ নেবে এবারের চ্যালেঞ্জার ট্রফিতে। প্রতিটি স্কোয়াডে ১৪ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বাংলার কার ভাগ্যে শিকে ছেঁড়ে:-
বাংলার একমাত্র ক্রিকেটার হিসেবে যুধাজিৎ গুহকে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফিতে। তিনি ইন্ডিয়া-বি দলে জায়গা পেয়েছেন। স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়া নিশ্চিত নয়।
ইন্ডিয়া-এ স্কোয়াড:-
অর্শিন কুলকার্নি (ভাইস ক্যাপ্টেন), এসএ যাদব, ইনেশ মহাজন, সংযোগ ভাগবত, রাজ লিম্বানি, উমর খান, সৌম্য কুমার পান্ডে (ক্যাপ্টেন), অংশ গোসাই, মহম্মদ আমন, রণিত প্যাটেল, কিরণ, মাধব প্রসাদ, সোহান জামালে, নিশ্চিত পাই।
ইন্ডিয়া-বি স্কোয়াড:-
মুশির খান (ক্যাপ্টেন), বৈভব সূর্যবংশী, আরাভেল্লি অবনীশ রাও, আরাধ্য শুক্লা, প্রবাল প্রতাপ সিং, ভিএস কার্তিক, বরুণ সিং (ভাইস ক্যাপ্টেন), মহম্মদ আলি, গোবিন্দ পাই, দিগবিজয় পাতিল, আন্দ্রে সিদ্ধার্থ, বিকাশ শর্মা, সাহিল শর্মা, যুধাজিৎ গুহ।
ইন্ডিয়া-সি স্কোয়াড:-
আদর্শ সিং (ভাইস ক্যাপ্টেন), যশু প্রধান, ধীরাজ, নমন তিওয়ারি, প্রথম মহেশ্বরী, মুরুগান অভিষেক, পি বিগনেশ, সচিন ধাস, প্রথম যাচক, কার্তিক, প্রিয়াংশু মলিয়া (ক্যাপ্টেন), অভিজ্ঞান কুণ্ডু, নিশান্ত, প্রেম।
ইন্ডিয়া-ডি স্কোয়াড:-
রুদ্র প্যাটেল, সাহিল পরখ, অনুরাগ কাওয়াদে, ধনুষ গৌড়া, দীপেন্দ্র সিং, লক্ষ্য শেরাওয়াত, ধীরাজ গৌড়া (ভাইস ক্যাপ্টেন), উদয় সাহারান (ক্যাপ্টেন), মনন ভট, নুতুন, বিকল্প তিওয়ারি, আশীর্বাদ, শ্রীরাজ পট্টনায়েক, জয়ন্ত।
অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার ট্রফির সূচি:-
৩ নভেম্বর: ইন্ডিয়া-এ বনাম ইন্ডিয়া-বি।
৩ নভেম্বর: ইন্ডিয়া-সি বনাম ইন্ডিয়া-ডি।
৫ নভেম্বর: ইন্ডিয়া-এ বনাম ইন্ডিয়া-ডি।
৫ নভেম্বর: ইন্ডিয়া-সি বনাম ইন্ডিয়া-বি।
৭ নভেম্বর: ইন্ডিয়া-এ বনাম ইন্ডিয়া-সি।
৭ নভেম্বর: ইন্ডিয়া-বি বনাম ইন্ডিয়া-ডি।
৯ নভেম্বর: তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ।
৯ নভেম্বর: ফাইনাল।
কোন রাজ্য সংস্থার কতজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন:-
মহারাষ্ট্র- ৭ জন।
রাজস্থান- ৩ জন।
হিমাচলপ্রদেশ- ৩ জন।
বিদর্ভ- ২ জন।
বরোদা- ২ জন।
মুম্বই- ৬ জন।
মধ্যপ্রদেশ- ২ জন।
সৌরাষ্ট্র- ১ জন।
উত্তরপ্রদেশ- ৪ জন।
গুজরাট- ২ জন।
তামিলনাড়ু- ৫ জন।
কর্ণাটক- ৩ জন।
বিহার- ১ জন।
হায়দরাবাদ- ৪ জন।
পঞ্জাব- ২ জন।
ছত্তিশগড়- ৩ জন।
কেরল- ১ জন।
বাংলা- ১ জন।
দিল্লি- ১ জন।
ওড়িশা- ২ জন।
হরিয়ানা- ১ জন।