শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা একেবারেই ভালো হয়নি। আইপিএল শুরুর আগেই অধিনায়কত্বে পরিবর্তন হয়েছে। নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। তাঁর নেতৃত্বে প্রথম দুই ম্যাচ খেলে মুম্বই। যদিও কাঙ্খিত ফল আসেনি। দুই ম্যাচেই হারতে হয়েছে তাদের। দর্শকদের কটাক্ষও ধেয়ে এসেছে হার্দিক পান্ডিয়ার দিকে।
এমন আবহে মুম্বই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় ম্যাচে সোমবার মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচের আগেই যেন ফের একবার অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন সচিন তেন্ডুলকর। বর্তমানে মুম্বই দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত রয়েছেন সচিন। আর তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে জসপ্রীত বুমরাহকে দিলেন গুরুত্বপূর্ণ উপদেশ।
মুম্বই দলের ব্যাটিং মেন্টর সচিন তেন্ডুলকর এদিন ম্যাচ শুরুর আগে নতুন বল বাছাইয়ে জসপ্রীত বুমরাহকে গুরুত্বপূর্ণ উপদেশ দেন। ম্যাচ শুরুর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনকে দেখা যায় জসপ্রীত বুমরাহ এবং আকাশ মাধওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছেন। দুই পেসারকে কোন বিষয়ে তাঁর মতামত দিচ্ছেন। এদিন রোহিতকে নিয়ে ম্যাচের আগে সচিনকে দেখা যায় ওয়াংখেড়ের পিচ নিয়ে বিশ্লেষণ করতে।
ওয়াংখেড়েতে এই মরশুমে প্রথম ম্যাচ খেলছে মুম্বই। তারা প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে হেরেছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে তারা হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। এমন আবহে সোমবার নিজেদের ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স।
পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের ঘটনাচক্রে এটি ২৫০ তম আইপিএলের ম্যাচ। এদিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টসে জেতেন। টসে জিতে তিনি মুম্বইকে ব্যাট করার আমন্ত্রণ জানান। এই ম্যাচে মুম্বই প্রথম একাদশে সামস মুলানির বদলে আকাশ মাধওয়ালকে খেলিয়েছে। অন্যদিকে রাজস্থান সন্দীপ শর্মার পরিবর্তে খেলিয়েছে নান্দ্রে বার্গারকে।