অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাবর্তন করার জন্য তৈরি। এবং ২৪ কোটি ৭৫ লক্ষের মিচেল স্টার্ককে ঘিরে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। অজি পেসার আবার আইপিএলকে ‘সার্কাস’ আখ্যা দিয়েছেন। ২০১৫ সালের পর আবার আইপিএলে খেলতে দেখা যাবে স্টার্ককে।
২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ৯ বছর পর প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। অভিজ্ঞ বোলার, যিনি প্রথম আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলেছিলেন, কেকেআর-এর সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তিনি উচ্ছ্বসিত এবং দলে পুনরায় যোগদানের সম্ভাবনা নিয়ে তাঁর আনন্দ প্রকাশ করেছেন।
২০১৪ এবং ২০১৫ সালে তিনি আরসিবি দলে হয়ে ভালো খেলেছিলেন স্টার্ক। দুই মরশুমে ৩৪টি উইকেট সংগ্রহ করেছিলেন। এর পরে তিন বছর পরে ২০১৮ সালে তিনি কেকেআর দলে নাম লেখালেও, একটা ম্যাচও খেলতে পারেননি, দেশে উড়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: রঞ্জির ফি-ও দ্বিগুণ বা তিনগুণ করে দেওয়া হোক- BCCI-কে পরামর্শ গাভাসকরের
cricket.com.au-কে একটি সাক্ষাৎকারে মিচেল স্টার্ক আইপিএল চ্যালেঞ্জ নেওয়ার জন্য তাঁর উৎসাহ ভাগ করে নিয়েছেন। আইপিএলের গতিশীল পরিবেশকে আলিঙ্গন করার জন্য তাঁর প্রস্তুতির উপর জোর দিয়েছেন। এবং মিচেল স্টার্ক বিশ্বের শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তাঁর ছাপ রাখতে মরিয়া। সেরা দল এবং প্লেয়ারদের বিরুদ্ধে খেলার জন্য তিনি মরিয়া হয়ে রয়েছেন।
আরও পড়ুন: এই সিদ্ধান্তটি বড় ধাক্কা ছিল- রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করা নিয়ে বিস্ফোরক হরভজন
স্টার্ক বলেছেন, ‘আমার মনে হয়, আট বছর হয়ে গিয়েছে। কেকেআর-এ ফিরছি আমি। এই দলে ২০১৮ সালে আমার থাকার কথা ছিল। তাই আমি এখানেই ফিরছি গোল্ডেন এবং পার্পলদের শিরোপা জেতানোর জন্য। ২০১৪ এবং ২০১৫ সালে আরসিবি-র হয়ে খেলেছিলাম। তবে সেই স্মৃতি অনেকটাই মলিন হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, নতুন দল নিয়ে সত্যি খুবই উত্তেজিত। স্পষ্টতই, একটি নতুন দল। এমন এক দল ছেলে রয়েছে টিমে, যাদের সঙ্গে আমি আগে দেখা করিনি বা তাদের সঙ্গে কাজ করতে পারিনি।’
মিচেল স্টার্ক আইপিএলকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ বলে মনে করেন। তবে সেই লিগকে তিনি তুলনা করেছেন ‘সার্কাসের’ সঙ্গে। তিনি বলেছেন, ‘কয়েক জন ছেলেকে আমি পেয়েছি, আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে। যাদের বিরুদ্ধে আমি খেলেওছি এবং তাদের মুখোমুখি হয়েছি। হ্যাঁ, এটি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এটি অবশ্যই একটি নতুন চ্যালেঞ্জ। তবে এটি উত্তেজনাপূর্ণ হবে। এটি সব সময়েই কিছুটা সার্কাস, যখন এটি বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। তাই, হ্যাঁ, আমি এটির জন্য অপেক্ষা করছি।’ প্রসঙ্গত, ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইকনিক ইডেন গার্ডেন্সে কেকেআর তাদের মরশুমের প্রথম ম্যাচ খেলবে।