বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ আর বিশ্বকাপের আগেই স্ত্রীর চালে চাপে শামি, জামিন পেতে দৌড়তে হবে আদালতে

এশিয়া কাপ আর বিশ্বকাপের আগেই স্ত্রীর চালে চাপে শামি, জামিন পেতে দৌড়তে হবে আদালতে

মহম্মদ শামি এবং হাসিন জাহান।

স্ত্রী হাসিন জাহানের করা মামলায় শামিকে জামিন নিতে যেতে হতে পারে আদালতে। বুধবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছে, মহম্মদ শামি এবং তাঁর দাদা হাসিব আমেদকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করতে হবে।

সামনেই ক্রিকেটের ভরা মরশুম। এশিয়া কাপের পরেই বহু প্রতীক্ষিত আইসিসি ওডিআই বিশ্বকাপ। ঠিক তার আগেই বেকায়দায় মহম্মদ শামি। তাঁর স্ত্রী হাসিন জাহানের চালে এবার জামিন নিতে আদালতে দৌড়তে হতে পারে মহম্মদ শামিকে।

স্ত্রী হাসিন জাহানের করা মামলায় তাঁকে জামিন নিতে যেতে হতে পারে আদালতে। বুধবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছে, মহম্মদ শামি এবং তাঁর দাদা হাসিব আমেদকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করতে হবে।

সোমবার আলিপুর আদালত জানিয়েছে, ৩০ দিনের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে। তাঁদের জামিনের জন্য আবেদন করতে হবে। শামির খ্যাতির কথা ও ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করার কথা মাথায় রেখে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না। তবে ৩০ দিনের মধ্যে জামিন নিতে হবে শামিকে। বড় দু'টি প্রতিযোগিতার আগে শামির পক্ষে যা অস্বস্তির কারণ।

আরও পড়ুন: ভাগ বাঘ এসেছে বাঘ- শ্রেয়সকে মজা করেই জাতীয় দলে স্বাগত জানালেন সূর্য

২০১৮ সালের ৮ মার্চ শামি এবং তাঁর দাদা এবং পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে যাদবপুর থানায় এফআইআর করেন হাসিন। ২০১৯ সালের ২৯ অগস্ট শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আলিপুরের এসিজেএম কোর্ট। ওই বছর ৯ সেপ্টেম্বর আলিপুর জেলা দায়রা আদালত ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এই অবস্থায় প্রায় চার বছর ধরে মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: ODI World Cup-এর আগে প্রকাশিত প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি, জেনে নিন ভারতের ম্যাচ কবে কোথায় রয়েছে

সেই সময়ে হাসিন জাহানের দায়ের করা এফআইআরের ভিত্তিতে মহম্মদ শামি, তাঁর দাদা হাসিব আমেদ, শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম এবং সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ - ভারতীয় দণ্ডবিধির মোট সাত ধারায় মামলা রুজু করা হয়েছি। পরে অবশ্য চার্জশিটে পুলিশ জানায়, শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু শামি ও তাঁর দাদার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। চার বছর ধরে মামলাটি বিচারাধীন থাকার পর জেলা দায়রা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন হাসিন। বিচারপতি শম্পা সরকার নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলে ক্রিকেটারের স্ত্রী সুপ্রিম কোর্টে যান। গত মাসে শীর্ষ আদালত জানায়, এক মাসের মধ্যে সব পক্ষের বক্তব্য শুনে দায়রা বিচারককে মামলাটির নিষ্পত্তি করতে হবে। সেই মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে আলিপুর জেলা আদালতে মামলাটির শুনানি হয়। গত সোমবার এই মামলায় রায় ঘোষণা করে আদালত।

ক্রিকেট খবর

Latest News

ফেক লিখে পাঠালেই পুরস্কার, ঘোষণা মমতার, 'আর্মির থেকেও পুলিশের সম্মান বেশি' ‘‌কর্মবিরতি করলেন আবার স্টাইপেন্ডও নিলেন’‌, জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের শুক্রের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ, ব্যবসা বাড়বে, ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ AI টুলও ব্যর্থ হয়ে গেল! স্মৃতি-হরমনদের নিয়ে ট্রোলিং আটকাতে পারছে না ICC ‘এটা বাংলার সমস্যা নয়..',জয়নগর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন এড়ালেন দেব এ কেমন বিয়ে! কনেকে খুঁটিতে বেঁধে অশ্লীল তামাশা ছেলেদের নিয়মিত অফিসে এলেই পুরস্কার, কর্মচারীদের খুশি করতে একমত দেশের ৯১ শতাংশ CEO ২৪ ঘণ্টার মধ্যে ফেটে গেল SPর কনফিডেন্স, হাইকোর্টের প্রশ্ন পকসোর ধারা নেই কেন? টি-১০ ক্রিকেটে টাকা ঢাললেন সচিন, আমেরিকায় দেখা যাবে আরও ভারতীয় তারকাদের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.