যশ রাঠোর এবং দলের অধিনায়ক অক্ষয় ওয়াদকরের হাত ধরে রঞ্জির সেমিফাইনালের তৃতীয় দিনের শেষে চালকের আসনে রয়েছেন বিদর্ভ। বরং বেশ চাপেই পড়ে গিয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। দিনের শেষে ২৬১ রানের লিড পেয়েছে বিদর্ভ।
দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ১৩ রান ছিল বিদর্ভের। সেখান থেকে সোমবার তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪৩ রান। বেশ ভালো জায়গায় রয়েছে তারা। তবে এই ম্যাচ ড্র করা চলবে না। ড্র করলেই চাপে পড়বে বিদর্ভ। কারণ প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ লিড নিয়েছিল। ৮২ রানে এগিয়ে ছিল পণ্ডিতের ছেলেরা।
আরও পড়ুন: লন্ডন থেকে ভারতে ফিরলেন কেএল রাহুল, খেলবেন কি IPL 2024?
এদিন শুরুতেই অক্ষয় ওয়াখরে (১) দলের ১৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান। তবে হাল ধরেছিলেন ধ্রুব শোরে এবং আমান মোখাদে। ৬টি চারের হাত ধরে ৬৫ বলে ৪০ করেন ধ্রুব। ১০০ বলে ৫৯ করেন অমন। এর পর করুণ নায়ার ৪৩ বলে ৩৮ করে আউট হন। কিন্তু যশ এবং অক্ষয় মিলে ষষ্ঠ উইকেটে ১৫৮ রানের পার্টনারশিপ করেন। ১৩৯ বলে ৭৭ করে আউট হয়ে যান অক্ষয়। মারেন ৮টি চার। তবে ১৬৫ বলে ৯৭ করে ক্রিজে রয়েছেন যশ। আর তিন রান করলেই সেঞ্চুরি হয়ে যাবে তাঁর। যশের এই ইনিংসে ছিল ১২টি চার। দিনের শেষে যশের সঙ্গে ৮ বলে ১৪ করে ক্রিজে রয়েছেন আদিত্য সারওয়াতে। মধ্যপ্রদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অনুভব আগরওয়াল এবং কুমার কার্তিকেয়।
আরও পড়ুন: ব্যাটের পরে বলেও কামাল শার্দুলের, তামিলনাড়ুকে বিধ্বস্ত করে Ranji Trophy-র ফাইনালে মুম্বই
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বিদর্ভই। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বিদর্ভের ব্যাটাররা তাঁদের প্রথম ইনিংসে খেলতেই পারেননি। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। এর পর ৭৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বিদর্ভ। দলের ১০১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এর পর মাত্র ৬৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়ে বসে থাকে বিদর্ভ। করুণ নায়ার কিছুটা লড়াই করেছিলেন। তিনি হাফসেঞ্চুরি করেন। ১০৫ বলে ৬৩ রান যদি করুণ নায়ার যোগ না করতেন, তবে প্রথম ইনিংসে বিদর্ভের হাল আরও শোচনীয় হত। ৩৯ করেছিলেন অথর্ব তাইদে। এটি প্রথম ইনিংসে বিদর্ভের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশের ব্যাটাররা যে আহামরি খেলেছেন এমনটা নয়। তবে হিমাংশু মন্ত্রী সেঞ্চুরি হাঁকান। ২৬৫ বলে হিমাংশু ১২৬ রান করেন। এছাড়া সারাংশ জৈন ৩০ রান করেন। এটি মধ্যপ্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। মন্ত্রীর সেঞ্চুরির হাত ধরেই ২৫২ রানে পৌঁছয় মধ্যপ্রদেশ। তারা ৮২ রানের লিড পেয়েছিল।