লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার মিচেল স্টার্ক প্রাথমিক ম্যাচে উইকেট নিতে সফল হননি এবং খুব ব্যয়বহুলও প্রমাণিত হয়েছিলেন। এর পরে তার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার ইডেন গার্ডেন্সে খেলা ম্যাচে, মিচেল স্টার্ক চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন, এই কারণে লখনউ সুপার জায়ান্টস দল ২০ ওভারে মাত্র ১৬১ রান করতে পারে। এরপরে নিজের টি টোয়েন্টি খেলা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন মিচেল স্টার্ক। তিনি জানিয়েছেন, চলতি মরশুমে সাফল্য না পাওয়ার আসল কারণ।
কী বললেন মিচেল স্টার্ক?
ইডেনে লখনউকে হারিয়ে মিচেল স্টার্ক বলেন, ‘আমাকে নিয়ে এতদিন কী লেখা হচ্ছিল, পড়িনি। গত দু-তিন বছর সেই অর্থে টি-টোয়েন্টি খেলিনি। হয়তো সে কারণেই এই ফর্ম্যাটে মানিয়ে নিতে, ছন্দে ফিরতে কিছুটা সময় লাগছে। আমিও চাই অবদান রাখতে। হয়তো আজ কিছুটা পেরেছি।’ মিচেল স্টার্ক টেস্ট ক্রিকেট নিয়মিত খেলেন। তেমনই ওয়ান ডেও। টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হয়েছে। তবে, এই ম্যাচের পর মিচেল স্টার্ক অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পাবেন।
কেন স্টার্কের চাপ বাড়ছিল?
আইপিএলের নতুন মরশুম শুরুর অনেক আগে থেকেই শিরোনামে ছিলেন মিচেল স্টার্ক। সেটা যদিও পারফরম্য়ান্সের কারণে নয়। আসলে ২০২৪-এর আইপিএল শুরুর আগেই ইতিহাস গড়েছিলেন মিচেল স্টার্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ রয়েছে তাঁর কাছেই। দুবাইয়ের মিনি নিলামে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। এরপরে নাইট রাইডার্সের জার্সিতে প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তবে মূল টুর্নামেন্ট শুরু হতেই ছবিটা বদলে যায়। মিচেল স্টার্ককে নিয়ে ভক্তদের মনে হতাশা জমতে থাকে।
আরও পড়ুন… বল না করলে হার্দিক পান্ডিয়াকে কেন T20 WC 2024-এ খেলানো হবে, প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে
IPL 2024-এ কেমন পারফর্ম করেছেন মিচেল স্টার্ক?
কলকাতা নাইট রাইডার্স জার্সিতে এ বার প্রথম দু-ম্যাচে ১০০ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। এরপর এক ম্যাচে ২ উইকেট। কিন্তু আত্মবিশ্বাসী দেখায়নি মিচেল স্টার্ককে। রবিবারের ইডেনে যেন নতুন মিচলে স্টার্ককে পাওয়া গেল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল কেকেআরের। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন অজি পেসার। শেষ ওভারে অনবদ্য় বোলিং করেছেন এই বাঁ হাতি পেসার। সে কারণেই লখনউকে অনেক কম রানে আটকে রাখা সম্ভব হয়েছে।
KKR vs LSG ম্যাচের রেজাল্ট কী?
IPL 2024-এর ২৮তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ১৫.৪ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে কলকাতা। এর আগে নির্ধারিত ২০ ওভারে লখনউ সাত উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। কেকেআর লক্ষ্য অর্জন করতে নেমে ওপেনার ফিল সল্ট অপরাজিত ৮৯ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার অপরাজিত ৩৮ রানের অবদান রাখেন। এলএসজির হয়ে ২৯ রানে দুই উইকেট নেন মহসিন খান। আইপিএল ২০২৪-এ এটি লখনউয়ের তৃতীয় পরাজয়। এই হারের ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গিয়েছে লখনউ। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।