শুভব্রত মুখার্জি- পাকিস্তান ক্রিকেটে পাওয়ার হিটার হিসেবে পরিচিত আজম খান। ২০২১ সালের পর থেকে তিনি জাতীয় দলে আর খেলার সুযোগ পাননি। সম্প্রতি তিনি একটি ঘটনা ঘটিয়ে চলে এসেছিলেন খবরের শিরোনামে। পাকিস্তানের জাতীয় টি-২০ টু্র্নামেন্ট চলাকালীন তিনি প্যালেস্তাইনের সমর্থনে মাঠেই পতাকা প্রদর্শন করে পিসিবির জরিমানার সম্মুখীন হয়েছিলেন। তাঁকে তাঁর ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। সেই জরিমানার সিদ্ধান্ত এবার প্রত্যাহার করা হয়েছে পিসিবির তরফে।
মঙ্গলবার পিসিবির তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। পিসিবির কোড অফ কন্ডাক্টের ২.৪ ধারা লঙ্ঘনের অভিযোগ ছিল আজম খানের বিরুদ্ধে। আর সেই কারণেই তাঁকে জরিমানা করা হয়েছিল। পিসিবি কি কারণে এই ৫০ শতাংশ ম্যাচ ফি'র সিদ্ধান্তকে প্রত্যাহার করে নিল তার কোন সঠিক কারণ তাদের তরফে ব্যাখ্যা করা হয়নি। আজম খান তাঁর ব্যাটে প্যালেস্তাইনের পতাকার প্রদর্শন করেছিলেন। পিসিবির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোনও ধরনের রাজনৈতিক বার্তা ম্যাচ চলাকালীন দিতে পারবেন না কোনও ক্রিকেটার। সেই নিয়মকেই ভেঙে ছিলেন আজম খান। আজম খানের জরিমানা প্রত্যাহার করে পিসিবির তরফে জানানো হয়েছে এবার বিষয়টি সম্পূর্ণরুপে ক্লোজ অর্থাৎ বন্ধ করে দেওয়া হল।
পিসিবির তরফে অবশ্য বিষয়টি পরিষ্কার হয়নি যে আদৌও আজম খান তাঁর ব্যাট থেকে প্যালেস্তাইননের পতাকা সরিয়ে দেবেন কিনা। ম্যাচ চলাকালীন নাকি আম্পায়াররাও কিন্তু আজম খানকে ওই স্টিকার তুলে দিতে বলেন। যদিও আজম খান সেই কথা শোনেননি। ম্যাচে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের রাজনৈতিক বার্তা প্রদর্শনের বিষয়ে বেশ কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতি মাথাতে রেখেই পিসিবিও তাদের কোড অফ কন্ডাক্ট তৈরি করেছে। করাচি হোয়াইটসের হয়ে খেলার সময়ে আজম খান এই ঘটনা ঘটিয়েছিলেন। করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে লাহোর ব্লুজের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটিয়েছিলেন আজম খান।