শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সানাই টপ এলাকায় যে জঙ্গি হামলা হয়েছিল, তাতে এক বায়ুসেনা আধিকারিকের মৃত্যু ঘটেছে। এছাড়াও জখম হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে, এই বায়ুসেনার কনভয় লক্ষ্য করে ২০০টি গুলি করা হয়েছিল। বায়ুসেনার কনভয়টি জারানওয়ালি গলি থেকে পুঞ্চের সানাই টপ হয়ে শহিস্তার টপে যাচ্ছিল। এই শাহিস্তার টপে বায়ুসেনার একটি ঘাঁটি আছে। সেই সময়ই যাত্রা পথে জঙ্গিদের এই এলোপাথাড়ি গুলির মুখে পড়েন বায়ুসেনার আধিকারিকরা। (আরও পড়ুন: সেনার 'না', জোকা-এসপ্ল্যানেড মেট্রোর জট ছাড়াতে বিকল্প প্রস্তাব কর্তৃপক্ষের)
আরও পড়ুন: PoK আনিয়ে বড় দাবি রাজনাথের, 'পাকিস্তান চুড়ি পরে বসে নেই', জবাব ফারুকের
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, জঙ্গিরা রাস্তার ধারে পাহাড়ের ওপরে লুকিয়ে ছিল। সেখান থেকেই তারা কনভয়ের ওপরে হামলা চালায়। জানা গিয়েছে, কনভয়ে থাকা শেষ গাড়িটির উইন্ডস্ক্রিন লক্ষ্য করে প্রথম গুলিটি ছুটে এসেছিল পাহাড় চূড়ার দিক থেকে। এরপর এলোপাথাড়ি গুলি চলতে শুর করে কনভয় লক্ষ্য করে। ১৫ মিনিটের মধ্যে ২০০টিরও বেশি গুলি করা হয়েছিল সেই কনভয় লক্ষ্য করে। এরই মাঝে বায়ুসেনার আধিকারিকরাও পালটা জবাবি গুলি বর্ষণ শুরু করেন। এরপরই জঙ্গিরা পাশের জঙ্গলে পালিয়ে যায়। (আরও পড়ুন: এবার রাজ্যের মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতে মিলল 'টাকার পাহাড়', হারবেন অর্পিতা?)
আরও পড়ুন: শিয়ালদায় 'কলিং অন সিগন্যালে' লোকাল ট্রেন চালানোয় কি রয়েছে বিপদ? মুখ খুলল রেল
এদিকে শনিবারের সেই জঙ্গি হামলার দায় শিকার করেনি কোনও জঙ্গি সংগঠনই। এদিকে মনে করা হচ্ছে, এই হামলার সঙ্গে স্থানীয় জঙ্গিদের হাত রয়েছে। সানাই টপ এলাকার সঙ্গে ভালো ভাবে পরিচিত কেউ এই হামলার নেপথ্যে ছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। এই দলটি বিগত কয়েক মাসে কাশ্মীরে সেনার ওপরে আরও হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। (আরও পড়ুন: তাপপ্রবাহ এখন অতীত, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে টর্নেডো! জারি করা হল সতর্কতা)
আরও পড়ুন: নিট পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র নিয়ে কেন্দ্র ছাড়লেন পরীক্ষার্থীরা! মুখ খুলল NTA
এদিকে হামলায় জখম পাঁচ বায়ুসেনা আধিকারিককে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উধমপুর কমান্ড হাসপাতালে নিয়ে আসা যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় একজন বায়ুসেনা আধিকারিক মারা যান। শহিদ সেই বায়ুসেনা আধিকারিকের নাম ভিক্কি পাহাড়ে। তাঁর বয়স ছিল ৩৩ বছর। তিনি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার ননিয়া-কারবাল গ্রামের বাসিন্দা ছিলেন। এই বছরেরই ১৮ এপ্রিল তিনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: যাত্রী চাহিদার কথা মাথায় রেখে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালু রেলের, জানুন বিশদ
এদিকে জঙ্গি হামলাকে এবার 'পূর্বপরিকল্পিত স্টান্ট' হিসেবে আখ্যা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জলন্ধর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চন্নি। তাঁর দাবি, লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছে করে এই হামলা ঘটিয়েছে। তাঁর কথায়, 'এটা কোনও জঙ্গি হামলা নয়। এটা পুরো স্টান্টবাজি। যখনই নির্বাচন আসে, তখনই এই ধরনের স্টান্ট করা হয়। বিজেপির জয় নিশ্চিত করার জন্যেই এই সব স্টান্ট করা হয়। এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। এর মধ্যে কোনও সত্যতা নেই।' কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষকে মেরে তাদের মৃতদেহ নিয়ে খেলা করতে ভালো ভাবেই জানে বিজেপি।' তাঁর এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে।