এশিয়া কাপের আগে দলে পরিবর্তন করল পাকিস্তান। তারা আরও একজনকে দলে সংযুক্ত করেছে। মিডল অর্ডারের ব্যাটসম্যান সাউদ শাকিলকে দলে যুক্ত করেছে পাকিস্তান। এদিকে আবার তৈয়ব তাহিরকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে।
এশিয়া কাপের জন্য গত ৯ অগস্ট পিসিবি-র ঘোষিত বাবর আজমের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ছিলেন ইমার্জিংএশিয়া কাপ মাতানো তৈয়ব তাহির। আর আফগানিস্তান সিরিজের জন্য আলাদা ভাবে রাখা হয়েছিল সাউদ শাকিলের নাম। অর্থাৎ এশিয়া কাপের জন্য পাকিস্তান প্রথমে যে দল ঘোষণা করেছিল, সেই প্রাথমিক ১৭-সদস্যের দলে ছিলেন না শাকিল। এবং আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের জন্য ওডিআই স্কোয়াডের ১৮তম সদস্য ছিলেন। উল্টোদিকে প্রাথমিক ভাবে স্কোয়াডে থাকা তাহির আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনও খেলাই খেলেননি। তিনি এশিয়া কাপে দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে সফর করবেন বলে জানা গিয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে পাঁচটি ওয়ানডে খেলা শাকিলের ৯ রানের ইনিংসের হাত ধরেই তিনি এশিয়া কাপের দলে জায়গা করে নিলেন। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে ২টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। ৬ বলে ৯ রান করেন শাকিল। আর এতেই শাকিলের নাম লেখা হয়ে যায় পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে।
আরও পড়ুন: রাহুল খেলবেন, নাকি ইশান? কী হবে বাবরদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার?
অগামী ৩০ অগস্ট মুলতানে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। দলটি ২৭ অগস্ট মুলতানে পৌঁছবে। পরদিন বিশ্রাম নেবে। টিম ম্যানেজমেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নেওয়া খেলোয়াড়দেরও বিশ্রাম দিয়েছে। বাবর আজম, ইমাম উল হক, নাসিম শাহরা রবিবার লাহোর যাবেন এবং সোমবার সন্ধ্যের সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। পুরো দল ২৯ অগস্ট মঙ্গলবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বিকালেকে অনুশীলন শুরু করবে। ৩০ তারিখ নেপালের বিরুদ্ধে খেলতে নামবে।
এদিকে এশিয়া কাপের আগে আফগানিস্তানকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে দিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ৩-০ জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস বাড়ালেন বাবর আজমরা।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের পরিবর্তিত স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, সলমান আলি আগা, ইফতিখার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হরিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হরিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল।
রিজার্ভ প্লেয়ার: তৈয়ব তাহির