বাংলা নিউজ > ক্রিকেট > SRH vs CSK: যুবি, লারাকে ধন্যবাদ অভিষেক শর্মার, কিন্তু ফের বকা খেতে হল ভারতীয় কিংবদন্তির থেকে

SRH vs CSK: যুবি, লারাকে ধন্যবাদ অভিষেক শর্মার, কিন্তু ফের বকা খেতে হল ভারতীয় কিংবদন্তির থেকে

বাজে শট খেলে আউট হওয়ায় অভিষেকের উপর ক্ষুব্ধ যুবরাজ সিং।

Sunrisers Hyderabad vs Chennai Super Kings: অভিষেক শর্মার মেন্টর হিসেবে বরাবর উঠে এসেছে যুবরাজ সিং-এর নাম। সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে থেকেই যুবির অ্যাকাডেমিতে অনুশীলন করতেন অভিষেক। তখনই নিজের ভাইয়ের মতো অভিষেককে প্রশিক্ষণ দেন যুবরাজ।

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মা মাত্র ১২ বলে ৩৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। তাঁর স্ট্রাইকরেট ছিল ৩০৮.৩৩। তাঁর এই ইনিংসটি সিএসকে-এর বিরুদ্ধে রান তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। আর তাঁর এই দুরন্ত ইনিংসের পর, তিনি কিংবদন্তি ব্রায়ান লারা এবং যুবরাজ সিংয়ের কাছ থেকে যে অমূল্য সহায়তা পেয়েছেন, সেটা স্বীকার করে নিয়েছেন।

২৩ বছর বয়সী ব্যাটার দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরীকে পিটিয়ে ২৭ রান নেন। যার মধ্যে দু'টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা রয়েছে। আর এই ওভারটিই হায়দরাবাদের ১৬৬ রান তাড়া করে জয়ের মঞ্চ তৈরি করেছিল। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন অভিষেক।

আরও পড়ুন: জাদেজার বিরুদ্ধে obstructing the field ধারায় আউটের আবেদন ফেরত নিলেন কামিন্স, কারণ নিয়ে জল্পনা- ভিডিয়ো

ম্যাচের পর অভিষেক বলেন, ‘এটা আগে করা পরিশ্রমের ফল। আমার বাবা, যুবি পাজি এবং ব্রায়ান লারাকে এর জন্য বিশেষ ধন্যবাদ।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বোলিং করার সময়েই আমরা বুঝে গিয়েছিলাম যে, এটি একটি ধীর গতির উইকেট। তাই আমরা পাওয়ারপ্লে থেকেই চালিয়ে খেলতে চেয়েছিলাম। আমাদের কাছে আইপিএল শুরুর আগে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল। আমরা জানতাম যে, এই পিচ ধীর গতির হবে। কিন্তু আমরা যদি বোলারদের বিরুদ্ধে যাই, তবে তা বোলারদের জন্যও কঠিন হবে।’

উচ্চ স্ট্রাইকরেট এবং বড় রানের মধ্যে তিনি কোনটিকে পছন্দ করবেন, এমন প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘বড় স্কোর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আজ ফ্লোয়ের মধ্যে খেলেছি। আশা করছি, পরের বার ব্যাট করতে নামলে বড় স্কোর করব।’

আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে কোহলিদের চাপে ফেলছেন SRH-এর অভিষেক শর্মা, ক্লাসেনও উঠে এসেছেন রিয়ানদের ঘাড়ে

অভিষেক শর্মার মেন্টর হিসেবে বরাবর উঠে এসেছে যুবরাজ সিং-এর নাম। সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে থেকেই যুবির অ্যাকাডেমিতে অনুশীলন করতেন অভিষেক। তখনই নিজের ভাইয়ের মতো অভিষেককে প্রশিক্ষণ দেন যুবরাজ। যে কারণে গত বারের আইপিএলে যে স্টান্সে ব্যাট করতেন অভিষেক, তার কিছুটা পরিবর্তনও হয়েছে। যুবরাজের মতোই এখন তাঁর উঁচু ব্যাকলিফ্ট (শট খেলার আগে ব্যাট যেখান থেকে নামে)। ব্যাটও ধরেন হ্যান্ডলের উপরের দিকে, যা এক সময়ে করতেন যুবরাজ। যাতে শট খেলতে সুবিধে হয়। এই দু’টি পরিবর্তনের পাশাপাশি শরীরের ওজন বাড়ানো এবং বড় ছক্কা হাঁকানোর প্রস্তুতি নিতে হয় পঞ্জাবের তরুণকে।

আরও পড়ুন: ২৫ বলে হাফসেঞ্চুরি, IPL-এর ইতিহাসে অনন্য নজির ১৮ বছরের নাইট তরুণের

যাইহোক ভালো শুরুটা করলেও, অভিষেক যেভাবে আউট হয়েছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ মেন্টর যুবরাজ সিং। অভিষেককে তিনি বকা দিতেও পিছপা হননি। যদিও তাঁর খেলার প্রশংসা করেছেন, সঙ্গে বাজে শট খেলে আউট হওয়া নিয়ে রাগও করেছেন। নিজের এক্স হ্যান্ডলে গিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি তোমার পিছনেই আছি...আবারও ভালো খেলেছি- কিন্তু বাজে শট খেলে আউট হয়েছো।’ সঙ্গে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে একজন লোক, অন্যজনকে লাঠি হাতে তাড়া করেছেন।

শুক্রবার হায়দরাবাদ টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল। সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। হায়দরাবাদের বোলারদের মাপা বলে বেশি রান করতে পারেনি সিএসকে। শিবম দুবের ২৪ বলে ৪৫ রানের ইনিংস বাদ দিলে, আহামরি ব্যাটিং এদিন চেন্নাইয়ের কেউই করতে পারেননি। এছাড়া অজিঙ্কা রাহানে ৩০ বলে ৩৫ করেন। ২৩ বলে অপরাজিত ৩১ করেন জাদেজা। ২১ বলে ২৬ করে রুতুরাজ গায়কোয়াড়। এমএস ধোনি ৭ নম্বরে ব্যাট করতে নামলেও, সেই সময়ে মাত্র ২ বল খেলার সুযোগ পান। করে ১ রান।

বরং রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন হায়দরাবাদের ব্যাটাররা। শুরুতেই ১২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। এছাড়াও ২৪ বলে ৩১ করেন ট্র্যাভিস হেড। ৩৬ বলে ৫০ করেন এডেন মার্করাম। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

কোরি অ্যান্ডারসনের আগে এই ৪ ক্রিকেটার ২টি দেশের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন তোয়ালে জড়িয়ে কড়া রোদে বসে, Jolly LLB 3-র শ্যুটিংয়ের ফাঁকে এ কী হাল অক্ষয়ের ধুবরি লোকসভা কেন্দ্র ২০২৪: চতুর্থবার জিততে মরিয়া আজমল, জানুন অতীতে কী হয়েছিল কর্মীর কৃতকর্মের দায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের, পর্যবেক্ষণে বলল সুপ্রিম কোর্ট ৭ দিনে ১১৫০ টাকা কমেছে সোনার দাম, আজ তিলোত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? শতাব্দীর গাড়ি দেখে ‘চোর ধরো’ স্লোগান BJPর, উনি তো TMCর আদি চোর, বললেন দেবতনু কোন বয়স পেরোলে আপনি বুড়ো? কত বছর বয়স থেকে শুরু হয় বার্ধক্য? কী বলছে গবেষণা কলকাতা মেট্রোয় খুলল নয়া 'পথ', বড় সুবিধা পাবেন যাত্রীরা, রইল বিস্তারিত তথ্য কনের মাথায় মুকুট, বরের গলায় ফুলের মালা, আদরে-সোহাগে আশীর্বাদ হল আদৃত-কৌশাম্বির ইংল্যান্ডের আদালতে বন্ধ হল বরিস বেকারের দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা

Latest IPL News

‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.