সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের একটি সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা চলছে। শুক্রবার (৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আউটের জোরালো আবেদন করা হলেও ভুল হত না। কিন্তু সেরকমটা করেননি কামিন্স। যা নিয়ে উঠেছে প্রশ্ন! অনেকেরই দাবি, এটা কি কামিন্সের ভদ্রতা, নাকি খেলার কোনও স্ট্র্যাটেজি?
আরও পড়ুন: ২৫ বলে হাফসেঞ্চুরি, IPL-এর ইতিহাসে অনন্য নজির ১৮ বছরের নাইট তরুণের
২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম ম্যাচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের ইনিংসের ১৯তম ওভারে ঘটনাটি ঘটে। ১৮.৪ ওভারে স্ট্রাইকে ছিলেনন জাদেজা। বল করছিলেন ভুবনেশ্বর কুমার। ভুবি একটি ইয়র্কার বল করেছিলেন। এবং জাদেজা সেটি মেরে রান নিতে দৌড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বলটি বোলারের হাতেই জমা হয়। এবং ভুবি চেষ্টা করেন ক্রিজের বাইরে বেরিয়ে আসা জাদেজাকে রানআউট করার। কিন্তু জাদেজা থ্রো লাইনের মাঝখানে চলে এসেছিলেন। বোলার এবং উইকেটের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বলটি গিয়ে উইকেটের বদলে জাদেজার পিঠে লাগে।
হায়দরাবাদের উইকেটকিপার এনরিখ ক্লাসেন এই প্রতিবন্ধকতা তৈরির কথা জানানও। তবে দলের অধিনায়ক প্যাট কামিন্স আবেদন করেননি। তবে জাদেজা কতটা ইচ্ছাকৃত করেছিলেন, সেটাও প্রশ্ন ছিল। যাতে আউট না হন, তাই জাদেজা ক্রিজে ফিরতে চেয়েছিলেন। টার্ন নিয়ে ফেরার সময়েই বলটি জাদেজার পিঠে লাগে।
আরও পড়ুন: ১০৬ রানে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল শাহরুখের কলকাতা, উঠল লিগ টেবলের মগডালে
এই ঘটনাটি নিয়ে মজাদার মন্তব্য করেছেন মহম্মদ কাইফ। তিনি বলেন, ‘জাদেজার বিরুদ্ধে মাঠে প্রতিবন্ধকতা তৈরি জন্য আউটের আবেদন প্রত্যাহার করা নিয়ে প্যাট কামিন্সের কাছে আমার দু’টি প্রশ্ন- রানের জন্য কসরত করা জাদেজাকে টিকিয়ে রেখে, ধোনিকে ড্রেসিংরুমে রাখাটা কি কৌশলগত আহ্বান ছিল? টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি হলে কি, একই জিনিস করবেন তিনি?’
আরও পড়ুন: ওয়াইড লং-অফ থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙছেন, বাজপাখির মতো ক্যাচ ধরছেন, জন্টি রোডস হয়ে উঠেছেন পুরান
শুক্রবার হায়দরাবাদ টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল। সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। হায়দরাবাদের বোলারদের মাপা বলে বেশি রান করতে পারেনি সিএসকে। শিবম দুবের ২৪ বলে ৪৫ রানের ইনিংস বাদ দিলে, আহামরি ব্যাটিং এদিন চেন্নাইয়ের কেউই করতে পারেননি। এছাড়া অজিঙ্কা রাহানে ৩০ বলে ৩৫ করেন। ২৩ বলে অপরাজিত ৩১ করেন জাদেজা। ২১ বলে ২৬ করে রুতুরাজ গায়কোয়াড়। এমএস ধোনি ৭ নম্বরে ব্যাট করতে নামলেও, সেই সময়ে মাত্র ২ বল খেলার সুযোগ পান। করে ১ রান।
বরং রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন হায়দরাবাদের ব্যাটাররা। শুরুতেই ১২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। এছাড়াও ২৪ বলে ৩১ করেন ট্র্যাভিস হেড। ৩৬ বলে ৫০ করেন এডেন মার্করাম। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।