রাস্তা দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সেই পথেই অগ্রসর হচ্ছেন ঋষভ পন্ত, সঞ্জু স্যামসনরা। উইকেটকিপার হিসেবে ধোনি ব্যাটসম্যানদের পরাস্ত করার জন্য যে সব নতুন নতুন রাস্তায় হাঁটতেন, ঠিক সেভাবেই নিজেদের কিপিং দক্ষতাকে নতুন মাত্রা দিচ্ছেন স্যামসনরা।
স্টাম্প থেকে দূরের বল ধরে ব্যাটসম্যানকে রান-আউট করা সময়সাপেক্ষ। তাই নিজে গিয়ে স্টাম্প ভেঙে দেওয়ার বদলে দূর থেকে বল ছুঁড়ে স্টাম্প ভাঙাই বুদ্ধিমানে কাজ। তবে ধোনি সেই কাজটাকে শিল্পের পর্যায়ে উন্নীত করেন। সেই শিল্পের নতুন শিল্পী হিসেবে ঋষভ পন্ত, সঞ্জু স্যামসনরা নিজেদের উপস্থাপন করছেন আইপিএলে।
শনিবার মুল্লানপুরে পঞ্জাব কিংসের ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে রান-আউট করার ক্ষেত্রে যে রকম মুন্সিয়ানা দেখান স্যামসন, তা মনে করিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির কথা। প্রথম ইনিংসের ১৭.৫ ওভারে পঞ্জাবের ইমপ্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা যুজবেন্দ্র চাহালের বলে শট নিয়েই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে এক রান পূর্ণ করেন নন-স্ট্রাইকার ব্যাটার লিয়াম লিভিংস্টোন।
তবে লিভিংস্টোন দুই রান নেওয়ার আগ্রহ দেখালে তাঁর ডাকে সাড়া দেননি আশুতোষ। ফলে লিভিংস্টোন ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার পরে পুনরায় ব্যাটিং ক্রিজে ফেরার চেষ্টা করেন। ইতিমধ্যে ফিল্ডার তনুষ কোটিয়ানের ছোঁড়া বল ধরে নেন উইকেটকিপার স্যামসন। তবে তনুষের থ্রো সঠিক জায়গায় ছিল না। স্টাম্প থেকে অনেকটা দূরে বল ধরেন স্যামসন। তিনি বল ধরে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। বল দস্তানায় আসা মাত্রই তা দূর থেকে স্টাম্পের দিকে ঠেলে দেন সঞ্জু, ঠিক যেমনটা ধোনিকে করতে দেখা যায়।
বল স্টাম্প ভেঙে দেয়। ব্যাটার লিভিংস্টোন তখনও ক্রিজে পৌঁছতে পারেননি। টেলিভিশন আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করেন লিয়ামকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২১ রান করে মাঠ ছাড়তে হয় লিভিংস্টোনকে।
যদিও ঠিক পরের ওভারেই আশুতোষ শর্মার সহজ ক্যাচ মিস করেন স্যামসন, যার মাশুল দিতে হয় রাজস্থানকে। ১৮.২ ওভারে আবেশ খানের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন আশুতোষ। বল আকাশে উঠে যায়। বোলার আবেশ কল করে ক্যাচ ধরার জন্য এগিয়ে যান। তবে বোলারের কলে কান দেননি স্যামসন। তাঁর হাতে দস্তানা রয়েছে বলেই স্যামসন নিজে ক্যাচ ধরার চেষ্টা করেন। শেষে বোলার-কিপারের ধাক্কায় ক্যাচ মিস হয়ে যায়।
ব্যক্তিগত ৯ রানে জীবনদান পাওয়ার পরে আশুতোষ ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি শেষমেশ ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩১ রান করে আউট হন। পঞ্জাব কিংস টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তোলে।