ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা প্রায় প্রত্যেককেই তারকার তকমা পায়। এর পিছনে যেমন তাদের খেলার গুণ রয়েছে। তেমন ভাবে তারা জনসাধারণের কাছেও খুব ব্যাপকভাবে জনপ্রিয়। তবে তাদের ভক্ত থাকার সঙ্গে সঙ্গে সমালোচকরাও থাকেন। তেমনই কেএল রাহুলের কট্টর সমালোচক হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ। তবে প্রসাদ জানিয়েছেন সম্প্রতি তিনি, রাহুলের জন্য মন্দিরে প্রার্থনা করেছেন। রাহুল নিজের পায়ের চোট কাটিয়ে আসন্ন এশিয়া কাপে জাতীয় দলের হয়ে ফিরতে চলেছেন। যদিও শোনা যাচ্ছে তিনি ফের চোটের কবলে নাকি পড়েছেন।
ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এশিয়া কাপ। দল ঘোষণার একদিন পর প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্কটেশ প্রসাদ অভিনেতা সুনীল শেট্টির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার প্রকাশ করেছেন তারা দু'জনে স্বামী নারায়ণ মন্দিরে পুজো দেন। উল্লেখ্য, সুনীল শেট্টটি আবার রাহুলের সম্পর্কে শ্বশুর। সোশ্যাল মিডিয়ায় প্রসাদ জানিয়েছেন, তিনি চান কেএল রাহুল তাঁর সমালোচকদের চুপ করিয়ে দিক। প্রসাদ বলেন, 'সুনীলের সঙ্গে নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরে গিয়েছিলাম। সব ভারতবাসীর মঙ্গল এবং ভারতীয় দলের বিশ্বকাপে ভাল করার জন্য প্রার্থনা করেছি। এছাড়াও গোপনে কেএলের জন্য প্রার্থনা করেছি যেন ও খুব ভাল পারফরম্যান্স করে। ওর যেন একটা দুর্দান্ত বিশ্বকাপ কাটে। আমার মতো ওর সমালোচকদের যেন চুপ করিয়ে দেয়। সবাই ভাল থাকুক।'
কয়েক মাস আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে কে রাহুল ব্যর্থ হলে প্রসাদ তাকে তীব্র আক্রমণ করেছিলেন। তাঁর এই খারাপ পারফরম্যান্সের জেরে টেস্ট ক্রিকেটে সহ অধিনায়ক পদ থেকেও সরে যেতে হয়। এরপর আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ম্যাচ খেলার সময় পায়ে চোট পান তিনি। তারপর থেকে কোনও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি।
এবার রাহুল এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন ঠিকই, তবে তাঁর চোট যে এখনও পুরোপুরি কাটেনি তা স্বীকার করে নিয়েছেন প্রধান ভারতীয় নির্বাচক অজিত আগারকর। কেএল রাহুলকে দলে নেওয়ার বিষয়ে তিনি জানান, রাহুলের সামান্য চোট রয়েছে। তাই এশিয়া কাপের প্রথম কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না। ফলে শুরুর দিকে সমস্যার মধ্যে পড়তে পারে ভারতীয় দল। তবে রাহুলের বারংবার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়াকে।