আইপিএলের আগে রঞ্জি ট্রফিতে পরিচিত ছন্দে নেই রাহুল তেওয়াটিয়া। রোহতকে রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন তারকা অল-রাউন্ডার। এবার রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, রাজস্থানের বিরুদ্ধে ধসের মুখে বাঁধ দেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। তবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে ডাহা ফেল হরিয়ানার উইকেটকিপার। যদিও প্রথম ইনিংসের নিরিখে সৌরাষ্ট্রের থেকে লিড নিতে বিশেষ অসুবিধা হয়নি হরিয়ানার। সৌজন্যে অঙ্কিত কুমার ও হিমাংশু রানার জোড়া হাফ-সেঞ্চুরি।
রাজকোটে এলিট-এ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে ১৪৫ রানে অল-আউট হয়ে যায়। চেতেশ্বর পূজারা ব্যাট হাতে একা লড়াই চালান। যদিও নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। পূজারা ৮টি বাউন্ডারির সাহায্যে ১০০ বলে ৪৯ রান করে আউট হন। এছাড়া প্রেরক মানকড় ২৯, চিরাগ জানি ২৯, হার্ভিক দেশাই ১৫ ও অর্পিত বাসবদা ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
হরিয়ানার জয়ন্ত যাদব ৪২ রানে ৫টি উইকেট নেন। ৭ রানে ৩ উইকেট নেন সুমিত কুমার। নিশান্ত সিন্ধু ২৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে। তার পর থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে হরিয়ানার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২০০ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৫৫ রানের লিড নেয় হরিয়ানা।
অঙ্কিত কুমার ৯টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ১৩২ বলে ৭৪ রান করে আউট হন। হিমাংশু রানা করেন ১৩০ বলে ৭০ রান। তিনি ৮টি চার মারেন। রাহুল তেওয়াটিয়া ২টি বাউন্ডারির সাহায্য়ে ৭ বলে ১০ রান করে আউট হন। রোহিত শর্মা ১৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৭ রান করেন নিশান্ত সিন্ধু।
সৌরাষ্ট্রের যুবরাজসিং দদিয়া ৫৫ রানে ৪টি উইকেট নেন। ৩৪ রানে ৩টি উইকেট নেন পার্থ ভাট। ৫৮ রানে ৩টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। ১৩ ওভারে ৩৫ রান খরচ করেও উইকেট পাননি জয়দেব উনাদকাট।