শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। বরাবরের শান্ত, চুপচাপ স্বভাবের মহাতারকা বর্তমানে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। আর এমন আবহেই দারুণ এক সুখবর পেলেন দ্রাবিড়। তাঁর পুত্র সমিত দ্রাবিড় নির্বাচিত হলেন কর্ণাটকের অনূর্ধ্ব -১৯ দলে। আসন্ন ভিনু মানকড় ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করেছে কর্ণাটক। আর সেই দলেই জায়গা করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: বুমরাহকে বিশ্রামে পাঠিয়ে সিরাজকে ফেরানো হবে? শার্দুল থাকবেন একাদশে? কী হবে দল?
তবে রাজ্য দলে দ্রাবিড় পুত্রের সুযোগ পাওয়া এই প্রথম বার নয়। এর আগেও তিনি রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। অনূর্ধ্ব-১৪ পর্যায়ে এর আগে কর্ণাটকের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সমিত দ্রাবিড়। ২০১৯-২০ মরশুমে প্রথম বার সকলের নজরে আসেন দ্রাবিড় পুত্র সমিত। দু'মাসেরও কম সময়ে সেই সময়ে পরপর দ্বিশতরান করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। অনূর্ধ্ব-১৪ আন্তঃজোনাল প্রতিযোগিতায় কলকাতাতে ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে তিনি ধারওয়াড জোনের বিরুদ্ধে প্রথমে করেন ২০১ রান।
এই ইনিংসের কয়েক দিন যেতে না যেতেই অনূর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে তিনি মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলার সময়ে শ্রীকুমারনের বিরুদ্ধে ২১৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। উল্লেখ্য, এই বছরের ভিনু মানকড় ট্রফি খেলা হবে হায়দরাবাদে। ১২ অক্টোবর থেকে শুরু হবে ভিনু মানকড় ট্রফি। শেষ হবে ২০ অক্টোবরে। কর্ণাটক দলকে নেতৃত্ব দেবেন ধীরাজ গৌড়ি। তাঁর সহকারী হিসেবে থাকবেন ধ্রুব প্রভাকর। প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়ের দুই পুত্র এই মুহূর্তে বিভিন্ন লেভেলে ক্রিকেট খেলছেন। তাঁর আর এক পুত্র অন্বয় দ্রাবিড় আবার কর্ণাটকের অনূর্ধ্ব-১৪ দলকে নেতৃত্বও দিয়েছেন।