বাংলা নিউজ > ক্রিকেট > ভিনু মানকড় ট্রফির জন্য অনূর্ধ্ব-১৯ কর্ণাটক দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র সমিত

ভিনু মানকড় ট্রফির জন্য অনূর্ধ্ব-১৯ কর্ণাটক দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র সমিত

রাহুল দ্রাবিড় এবং সামিত দ্রাবিড়।

দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় এবার নির্বাচিত হলেন কর্ণাটকের অনূর্ধ্ব -১৯ দলে। ২০২৩ ভিনু মানকড় ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করেছে কর্ণাটক। আর সেই দলেই জায়গা করে নিয়েছেন সমিত দ্রাবিড়। ১২ অক্টোবর থেকে হায়দরাবাদে শুরু হবে ভিনু মানকড় ট্রফি।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। বরাবরের শান্ত, চুপচাপ স্বভাবের মহাতারকা বর্তমানে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে ঘরের‌ মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। আর এমন আবহেই দারুণ এক সুখবর পেলেন দ্রাবিড়। তাঁর পুত্র সমিত দ্রাবিড় নির্বাচিত হলেন কর্ণাটকের অনূর্ধ্ব -১৯ দলে। আসন্ন ভিনু মানকড় ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করেছে কর্ণাটক। আর সেই দলেই জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: বুমরাহকে বিশ্রামে পাঠিয়ে সিরাজকে ফেরানো হবে? শার্দুল থাকবেন একাদশে? কী হবে দল?

তবে রাজ্য দলে দ্রাবিড় পুত্রের সুযোগ পাওয়া এই প্রথম বার নয়। এর আগেও তিনি রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। অনূর্ধ্ব-১৪ পর্যায়ে এর আগে কর্ণাটকের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সমিত দ্রাবিড়। ২০১৯-২০ মরশুমে প্রথম বার সকলের নজরে আসেন দ্রাবিড় পুত্র সমিত। দু'মাসেরও কম সময়ে সেই সময়ে পরপর দ্বিশতরান করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। অনূর্ধ্ব-১৪ আন্তঃজোনাল প্রতিযোগিতায় কলকাতাতে ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে তিনি ধারওয়াড জোনের বিরুদ্ধে প্রথমে করেন ২০১ রান।

আরও পড়ুন: সিরিজ জয়ের লক্ষ্য ভারতের, অজিরা সমতা ফেরাতে মরিয়া, কোথায় কী ভাবে ফ্রি-তে দেখবেন দ্বিতীয় ODI?

এই ইনিংসের কয়েক দিন যেতে না যেতেই অনূর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে তিনি মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলার সময়ে শ্রীকুমারনের বিরুদ্ধে ২১৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। উল্লেখ্য, এই বছরের ভিনু মানকড় ট্রফি খেলা হবে হায়দরাবাদে। ১২ অক্টোবর থেকে শুরু হবে ভিনু মানকড় ট্রফি। শেষ হবে ২০ অক্টোবরে। কর্ণাটক দলকে নেতৃত্ব দেবেন ধীরাজ গৌড়ি। তাঁর সহকারী হিসেবে থাকবেন ধ্রুব প্রভাকর। প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়ের দুই পুত্র এই মুহূর্তে বিভিন্ন লেভেলে ক্রিকেট খেলছেন। তাঁর আর এক পুত্র অন্বয় দ্রাবিড় আবার কর্ণাটকের অনূর্ধ্ব-১৪ দলকে নেতৃত্বও দিয়েছেন।

ক্রিকেট খবর

Latest News

ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.