শুভব্রত মুখার্জি: পঞ্চম টেস্টে ধরমশালাতে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। দুই দিনের খেলা শেষে নিঃসন্দেহে অ্যাডভান্টেজ ভারত। ২৫০-রও বেশি রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে রোহিত শর্মা বাহিনীর সামনে হাতছানি রয়েছে ইনিংস ব্যবধানে এই টেস্ট জয়ের। ভারতের হয়ে প্রথম ইনিংসে দুরন্ত ব্যাট করেছেন টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার প্রত্যেকেই হাঁকিয়েছেন অর্ধশতরান। যার মধ্যে আবার শতরান করেছেন শুভমন গিল এবং রোহিত শর্মা। এই টেস্টেই ভারতের হয়ে অভিষেক হয়েছে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার দেবদূত পাডিক্কালের। টেস্ট শুরুর আগেই চোট পান রজত পাতিদার। তাঁর পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেয়েছেন দেবদূত পাডিক্কাল। আর সুযোগ পেয়েই তিনি তাঁর অভিষেক টেস্টেই করেছেন দুরন্ত অর্ধশতরান। তার পরেই তিনি জানিয়েছেন, টেস্ট শুরুর আগে তিনি কতটা নার্ভাস ছিলেন। টেস্ট শুরুর আগে হেড কোচ রাহুল দ্রাবিড় তাঁকে কী ভাবে পেপটক দেন। কী ভাবে এই পেপটক তাঁকে সাহায্য করেছে, তা বিস্তারিত জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2024-এ খেলবেন? জল্পনার মাঝে টুর্নামেন্ট নিয়ে নিজের অনুরাগের কথা জানালেন কোহলি
ম্যাচ শেষে জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি জানিয়েছেন দেবদূত পাডিক্কাল। বাঁহাতি এই ব্যাটার বলেছেন, ‘ম্যাচের আগে রাহুল স্যার আমাকে বিষয়টি (টেস্ট অভিষেক) জানিয়েছিলেন। আমাকে স্যার বলেছিলেন, প্রথম ১৫-২০ মিনিট আমি একটু নার্ভাস থাকব। তিনি বলেন, খেলাটাকে উপভোগ কর। জিনিসটাকে নিয়ে মজা কর। আর এই মানসিকতা নিয়েই মাঠে নাম। দেখবে কাজ কতটা সহজ হয়ে যাবে। এই কথাটা আমার মনে ধরে। কারণ আমি নিজেও জানতাম, আমি একটু নার্ভাস থাকব। তবে এই জিনিসটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন হবে। তাই (রাহুল স্যারের) ওই কথাগুলো আমার জন্য খুব কাজে দিয়েছে।’
প্রসঙ্গত, শ্রেয়স আইয়ার ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল থেকে বেরিয়ে যাওয়ার পরে স্কোয়াডে জায়গা পান পাডিক্কাল। তবে রজত পাতিদার খেলার ফলে তাঁর সুযোগ হচ্ছিল না। ধরমশালা টেস্টের আগে হঠাৎ করেই চোট পান পাতিদার। ভাগ্য খুলে যায় পাডিক্কালের। কর্ণাটকের এই ব্যাটার মিডল অর্ডারে চার নম্বরে খেলার সুযোগ পান। অভিষেক ম্যাচে তাঁর অফসাইডের খেলা সবার চোখ কেড়েছে। বেশ সাবলীল ভঙ্গিমায় খেলতে দেখা গিয়েছে তাঁকে। ১০৩ বলে খেলেছেন ৬৫ রানের একটি ইনিংস। মেরেছেন ১০ টি চার এবং একটি ছয়। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ৪৭৩ রান। ভারত এগিয়ে রয়েছে ২৫৫ রানে। রোহিত শর্মা করেছেন ১০৩ রান। শুভমন গিল করেছেন ১১০ রান। এছাড়াও সরফরাজ খান করেছেন ৫৬ রান। দিন শেষে উইকেটে অপরাজিত রয়েছেন কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহ। কুলদীপ ২৭ এবং জসপ্রীত বুমরাহ ১৯ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির নিয়েছেন চারটি উইকেট। ১৭০ রান দিয়ে তিনি চারটি উইকেট তুলে নেন।