বাংলা নিউজ > ক্রিকেট > ঘরের মাঠে ওয়াংখেড়েতে রঞ্জির ফাইনাল খেলবে মুম্বই, প্রতিপক্ষ কে- বিদর্ভ না এমপি?

ঘরের মাঠে ওয়াংখেড়েতে রঞ্জির ফাইনাল খেলবে মুম্বই, প্রতিপক্ষ কে- বিদর্ভ না এমপি?

ওয়াংখেড়ে স্টেডিয়াম।

তামিলনাড়ুকে এক ইনিংস এবং ৭০ রানে হারিয়ে ইতিমধ্যে মুম্বই রঞ্জির ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে মুম্বইয়ের মুখোমুখি হবে কোন দল? সেটা এখনও জানা যায়নি। মধ্যপ্রদেশ এবং বিদর্ভের মধ্যে আরও একটি সেমিফাইনাল চলছে। মঙ্গলবার সেই ম্যাচের ফয়সালা হবে।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যশালী টু্র্নামেন্ট রঞ্জি ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে, সেটা এতদিন জানা যায়নি।তবে এই সিদ্ধান্ত নেওয়াহয়েছে সোমবারই। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোমবারই জানান হয়েছে, এবারের রঞ্জি ট্রফির ফাইনালের আসর বসবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। চলবে ১৪ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: ব্যাটের পরে বলেও কামাল শার্দুলের, তামিলনাড়ুকে বিধ্বস্ত করে Ranji Trophy-র ফাইনালে মুম্বই

মজার বিষয় হল, সোমবারই তামিলনাড়ুকে হারিয়ে এবারের রঞ্জি ফাইনালে উঠেছে মুম্বই। আর তার পরেই তারা জানতে পেরেছে, ঘরের মাঠেই ফাইনাল খেলতে হবে। বিকেসি গ্রাউন্ডে তারা সেমিফাইনালে একেবারে উড়িয়ে দিয়েছে তামিলনাড়ুকে। এই নিয়ে মুম্বই ৪৮তম বার রঞ্জি ফাইনালে কোয়ালিফাই করার পরেই ফাইনালের ভেন্যু নিশ্চিত করা হয়। ঘটনাচক্রে ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি টু্র্নামেন্টের ৪১ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই। তারা তাদের ৪২তম রঞ্জি ট্রফি জেতার জন্য মুখিয়ে থাকবে। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন এবারের মুম্বই দল বেশ শক্তিশালী। রয়েছেন ভারতীয় দলে খেলা পৃথ্বী শ', শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুরের মত ক্রিকেটাররা। সেমিফাইনালে দলকে কঠিন অবস্থা থেকে টেনে তুলে জয়ের রাস্তাতে ফেরান শার্দুল ঠাকুর। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম শতরানও হাঁকান।

আরও পড়ুন: যশ, অক্ষয়ের ব্যাটে রঞ্জি ট্রফির সেমিতে দুরন্ত প্রত্যাবর্তন বিদর্ভের, কিছুটা চাপেই মধ্যপ্রদেশ

প্রসঙ্গত, তামিলনাড়ুকে এক ইনিংস এবং ৭০ রানে হারায় মুম্বই দল। তবে মুম্বইয়ের মুখোমুখি হবে কোন দল? সেটা এখনও জানা যায়নি। মধ্যপ্রদেশ এবং বিদর্ভের মধ্যে আরও একটি সেমিফাইনাল চলছে। মঙ্গলবার সেই ম্যাচের ফয়সালা হবে।

এমসির সেক্রেটারি অজিঙ্কা নায়েক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত অর্ধশতক ধরে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বই ক্রিকেটের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।এই মাঠের আলাদা ঐতিহ্য রয়েছে। তাই রঞ্জি ট্রফির মতন টু্র্নামেন্টের ঐতিহ্যের কথা মাথায় রেখে এবং ফাইনালের মতন ম্যাচের গুরুত্বের কথা ভেবে আমরা এই ফাইনালের আয়োজন ওয়াংখেড়ে স্টেডিয়ামে করার কথা ঠিক করেছি।’ ওয়াংখেড়েতে এই ফাইনাল খেলা হলে তা ভেন্যু হিসেবে যথেষ্ট যোগ্য ভেন্যু হবে।’

ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.