বৃহস্পতিবার চিন্নাস্বামীতে তৈরি হল উইমেন্স প্রিমিয়র লিগের সর্বকালীন এক ইতিহাস। টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি ছক্কার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। অর্থাৎ, এযাবৎ ডব্লিউপিএলের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে একটি ম্যাচে এত ছক্কা আগে কখনও দেখা যায়নি।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে চলতি ডব্লিউপিএলের সপ্তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট ১৯টি ছক্কা মারেন ব্যাটাররা, যা সর্বকালীন রেকর্ড। দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা মারেন সাকুল্যে ১১টি ছক্কা। আরসিবির ব্যাটাররা মারেন ৮টি ছক্কা।
এর আগে উইমেন্স প্রিমিয়র লিগে সব থেকে বেশি ছক্কা দেখা গিয়েছিল ২০২৩ সালে গুজরাট জায়ান্টস বনাম আরসিবি ম্যাচে। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ১৪টি ছক্কা মারেন ব্যাটাররা। গুজরাটের ব্যাটাররা মারেন ৫টি ছক্কা এবং আরসিবির ব্যাটাররা মারেন ৯টি ছক্কা। আরসিবির সোফি ডিভাইন সেই ম্যাচে একাই ৮টি ছক্কা হাঁকান, যা টুর্নামেন্টের ইতিহাসে একটি ব্যক্তিগত ইনিংসে মারা সব থেকে বেশি ছক্কার সর্বকালীন রেকর্ড।
উইমেন্স প্রিমিয়র লিগের এক ম্যাচে সব থেকে বেশি ছক্কা:-
১. আরসিবি বনাম দিল্লি (২০২৪)- ১৯টি ছক্কা।
২. আরসিবি বনাম গুজরাট (২০২৩)- ১৪টি ছক্কা।
৩. দিল্লি বনাম ইউপি (২০২৩)- ১৩টি ছক্কা।
৪. গুজরাট বনাম ইউপি (২০২৩)- ১২টি ছক্কা।
৫. মুম্বই বনাম দিল্লি (২০২৪)- ১১টি ছক্কা।
আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ডব্লিউপিএল ২০২৪-এর ম্যাচে কে ক'টি ছক্কা মারেন:-
১. দিল্লির শেফালি বর্মা মারেন ৪টি ছক্কা।
২. দিল্লির মারিজান কাপ মারেন ৩টি ছক্কা।
৩. আরসিবির স্মৃতি মন্ধনা মারেন ৩টি ছক্কা।
৪. দিল্লির অ্যালিস ক্যাপসি মারেন ২টি ছক্কা।
৫. দিল্লির জেস জোনাসেন মারেন ২টি ছক্কা।
৬. আরবিসির সোফি ডিভাইন মারেন ২টি ছক্কা।
৭. আরসিবির রিচা ঘোষ মারেন ২টি ছক্কা।
৮. আরসিবির সাববিনেনি মেঘনা মারেন ১টি ছক্কা।
আরও পড়ুন:- রিঙ্কু থেকে যশস্বী, প্রথমবার BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে ঢুকলেন যে ১১ জন
আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ডব্লিউপিএল ২০২৪-এর ম্যাচে কোন কোন রেকর্ড তৈরি হয়:-
১. দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তোলে। উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ দলগত ইনিংস। এবারের ডব্লিউপিএলের এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ দলগত ইনিংস। উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের এটি তৃতীয় সর্বোচ্চ দলগত ইনিংস।
২. ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ওঠে ৩৬৩ রান। টুর্নামেন্টের সার্বিক ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি রানের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নেয় আরসিবি বনাম দিল্লির এই ম্যাচ। চলতি উইমেন্স প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত এটিই এক ম্যাচে ওঠা সব থেকে বেশি রানের রেকর্ড।