বাংলা নিউজ > ক্রিকেট > Rohit on India vs Pakistan test series: T20 ও ODI বিশ্বকাপে দেখা হয়, কিন্তু ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হোক, চান রোহিত!

Rohit on India vs Pakistan test series: T20 ও ODI বিশ্বকাপে দেখা হয়, কিন্তু ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হোক, চান রোহিত!

ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ হোক, চান রোহিত শর্মা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

সাদা বলের আইসিসি প্রতিযোগিতায় ভারত এবং পাকিস্তানের লড়াই হয়। কিন্তু সাদা বলের ক্রিকেটে হয় না। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ হোক, চান রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, সেটা যদি হয়, তাহলে দারুণ বিষয় হবে।

ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের পক্ষে সওয়াল করলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের বক্তব্য, সাদা বলের ক্রিকেটে বিভিন্ন আইসিসি প্রতিযোগিতায় ভারত এবং পাকিস্তানের লড়াই হয়। কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আবার কখনও ৫০ ওভারের বিশ্বকাপে সেই মহারণ হয়। কিন্তু ২০০৭ সালের ডিসেম্বরের পরে লাল বলের ক্রিকেটে ভারত এবং পাকিস্তান আর লড়াই করেনি (প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলেও পাকিস্তান উঠতে পারেনি)। তাই দু'দেশের মধ্যে টেস্ট সিরিজ আয়োজনের পক্ষে সওয়াল করেছেন ভারতীয় দলের অধিনায়ক। তবে রোহিত এটাও বুঝিয়ে দিয়েছেন, তিনি যে মতপ্রকাশ করছেন, সেটা পুরোপুরি ক্রিকেটীয় দিক থেকে। ক্রিকেটের বৃত্তের মধ্যে থেকেই সেই কথা বলছেন বলে জানিয়ে দিয়েছেন রোহিত।

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে রোহিত

সম্প্রতি পডকাস্ট শো ‘ক্লাস প্রেইরি ফায়ার’-তে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে রোহিতের মতামত জানতে চান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ভারত বা পাকিস্তানে না হলেও ইংল্যান্ড বা সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে টেস্ট সিরিজ আয়োজন করা যায় কিনা, তা জানতে চান। নিরপেক্ষ ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়ার নামও উঠে আসে।

সেই প্রশ্নের জবাবেই রোহিত বলেন, 'আমি সম্পূর্ণভাবে সেটা (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি) বিশ্বাস করি। ওরা ভালো দল। ওদের হাতে দুর্দান্ত বোলার আছে। দারুণ লড়াই হবে। বিশেষত বিদেশের পরিবেশে খেলা হলে সেটা আরও দুর্দান্ত হবে। (ভারত এবং পাকিস্তানের মধ্যে) শেষ টেস্ট ম্যাচটা সম্ভবত খেলেছিল ২০০৬ সাল বা ২০০৮ সালে। আমার যা মনে পড়ছে, তাতে একটি ম্যাচে ওয়াসিম জাফর দ্বিশতরান করেছিল।'

আরও পড়ুন: রিপোর্ট- T20 WC-এ রোহিত-কোহলি ওপেন করতে পারেন, কিপার হিসেবে পন্ত-সঞ্জু-ইশানের মধ্যে চলছে লড়াই, যশস্বী সুযোগ পাবেন?

ওই পডকাস্টে রোহিত আরও বলেন, ‘হ্যাঁ, (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ) হলে দারুণ হবে। দিনের শেষে আমরা খেলতে চাই। আমার মনে হয়, এই লড়াইটা (ভারত এবং পাকিস্তানের টেস্ট সিরিজ) দুর্দান্ত হবে। এমনিতে আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলি। আমি ক্রিকেটের মধ্যে যাবতীয় বিষয় নিয়ে কথা বলছি। আমি অন্য কিছু নিয়ে কথা বলছি না। ব্যাট এবং বলের মধ্যে দারুণ লড়াই হবে। কেন হবে না তাই।’

আরও পড়ুন: ICC T20 World Cup 2024: কোহলি কি বিশ্বকাপে ওপেন করবেন? 'ভুয়ো খবর' বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন রোহিত শর্মা

ভারত-পাকিস্তানের শেষ টেস্ট সিরিজ

দু'দল শেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৭ সালে। ১-০ ব্যবধানে সেই সিরিজ জিতেছিল ভারত। সেই সিরিজের আগে পাকিস্তানে গিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতই ১-০ ব্যবধানে জিতেছিল সিরিজ। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের পরে দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

আরও পড়ুন: ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথাও

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.