আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য আইপিএলের মাঝেই অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই-এর নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে একটি বৈঠক হয়েছে, এমনই দাবি করা হয়েছিল একটি প্রতিবেদনে। এর পর থেকেই ভারতের বিশ্বকাপের দল নিয়ে জল্পনা দ্বিগুণ বেড়ে গিয়েছে। সম্ভাব্য স্কোয়াড বাছাইয়ের তারিখ যত ঘনিয়ে আসছে, এই বৈঠক সংক্রান্ত নানা খবরও সামনে আসছে। তবে সেগুলি আদৌ কতটা সঠিক?
বৈঠকের খবর অস্বীকার করলেন রোহিত
মাইকেল ভন এবং অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় রোহিত শর্মা এই বৈঠকের বিষয়টি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন। এবং দল নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমর বিভিন্ন দাবিগুলিকে ‘ভুয়ো’র তকমা দিয়েছেন তিনি।
রোহিত স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি কারও সঙ্গেই দেখা করেননি। তাঁর দাবি, ‘আমি কারও সঙ্গে দেখা করিনি। অজিত আগরকার দুবাইয়ের কোথাও একটা গল্ফ খেলছে এবং রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে বসে তার বাচ্চাদের খেলা দেখছে... দ্রাবিড় মুম্বইয়ে এসেছিল। তবে ও ওর ছেলেকে সিসিআই-এ লাল মাটির উইকেটে খেলতে নিয়ে এসেছিল। সত্যি বলতে, আমাদের দেখা হয়নি। আমরা কোনও বৈঠকও করিনি।’
এর সঙ্গেই রোহিত বলেছেন, এই ধরনের ভুয়ো খবরগুলি বিশ্বাসযোগ্য নয়। তাঁর দাবি, ‘আজকের দিনে দাঁড়িয়ে যতক্ষণ না আমি বা রাহুল বা অজিতের নিজের থেকে কিছু বলছে, বা বিসিসিআই-এর কেউ এসে ক্যামেরার সামনে কোনও কথা বলছে, তার আগে পর্যন্ত কোনও খবরের বিশ্বাসযোগ্যতা নেই। সবটাই ভুয়ো।’
কোহলি বিশ্বকাপে ওপেন করবেন?
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কোহলিকে ওপেনার হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে। এই নিয়ে রোহিত, দ্রাবিড়, আগরকারের বৈঠকে নাকি দীর্ঘক্ষণ আলোচনাও হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলির জায়গা নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছে। আইপিএল শুরুর আগে কিছু প্রতিবেদনে এটাও প্রকাশিত হয়েছিল যে, আগরকার তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন এবং একজন তরুণ খেলোয়াড়ের জন্য তাঁর জায়গা খালি করতে বলছেন। যাইহোক, এখন যেহেতু বিরাট বর্তমানে আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন, তাই নির্বাচকেরা তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং বিরাটকে দলে নতুন ভূমিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছেন বলে শোনা যাচ্ছিল। তবে বৈঠকের বিষয়টি রোহিত অস্বীকার করায়, কোহলিকে নিয়ে নতুন করে জল্পনা বাড়ল বৈকি!
আরও পড়ুন: বেগুনি টুপির তালিকায় বড় লাফ খালিলের, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে উত্থান হল শুভমনের
পন্তের সম্ভাবনা
তবে ২০২৪ বিশ্বকাপের দলে সম্ভাব্যদের মধ্যে বড় দাবীদার হয়ে উঠছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত, চোট সারিয়ে যাঁর অসাধারণ প্রত্যাবর্তন তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করছে নির্বাচকদের। ২০২২ সালের ডিসেম্বরের শেষে একটি গাড়ি দুর্ঘটনার পরে পন্ত আইপিএলে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন। তিনি ১৫৭.৭২-এর স্ট্রাইক রেটে ছয় ম্যাচে ১৯৫ রান করেছেন।
ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পন্তের অন্তর্ভুক্তির পক্ষে সোচ্চার হয়েছেন। ব্রড কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পন্তের খেলা একটি বিশেষ শট দেখার পর থেকেই তারাকা কিপার-ব্যাটারে মুগ্ধ তিনি।
১ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভারত প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ জুন। ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। নিউইয়র্কে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে বিসিসিআই মে মাসের প্রথম সপ্তাহে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে চলেছে। এই মরশুমের আইপিএলে প্লেয়ারদের পারফরম্যান্স দেখার পরেই দল নির্বাচন করা হবে।