ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক ঘটেছে তিলক বর্মার। এখনও পর্যন্ত খেলা প্রায় সব কটি ম্যাচেই টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ওয়ানডে ছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেন ৩৯, ৫১ ও অপরাজিত ৪৯ রান। অভিষেক সিরিজেই তাঁর দুরন্ত পারফরম্যান্স ওডিআই বিশ্বকাপে তাঁকে খেলানো নিয়ে নির্বাচকদের ভাবতে বাধ্য করেছে। ভারতীয় দলে প্রথম একাদশে অভিজ্ঞ ব্যাটাররা থাকবেন। তবে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় বোর্ডকে অনুরোধ করেছেন তিলক বর্মাকে বিশ্বকাপের দলে নিতে। ২০ বছর বয়সী তরুণ এই ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে এবার নীরবতা ভাঙলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও।
২০২২ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিতের হাত ধরেই তিলকের আত্মপ্রকাশ ঘটে। তারপরে ধীরে ধীরে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মিডিল অর্ডারে ব্যাট করেন তিলক। সেখানে দু’বছর ধরে শুধু মিডিল অর্ডারের জায়গায় শক্ত করেননি, তার সঙ্গে ভারতীয় দলে জায়গাও করে নিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরাও সমর্থন করেছে তাকে। শেষ পর্যন্ত তাঁর কঠোর পরিশ্রমের সাফল্য পান জুলাই মাসে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে তাকে খেলার জন্য ডাকা হয়। তবে সিরিজে উদ্বোধনী ম্যাচ খেলার আগেই তিনি এশিয়ান গেমসের দলে জায়গা করে নেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৫ বলে ৩৯ রান করেন। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক রানের জন্য অর্ধশত রানপূর্ণ করতে পারেননি। অপরাজিত থাকেন ৪৯ রানে।
রোহিত শর্মা তিলক বর্মার সম্পর্কে বলেন, 'ওকে দেখে আমার খুব প্রতিশ্রুতিশীল বলে মনে হয় ।আমি ওকে দু'বছর ধরে দেখছি। ওর মধ্যে খেলার তীব্র খিদে রয়েছে। যা একজন ক্রিকেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ও যে বয়সে খেলতে এসেছে সেই অনুযায়ী তাকে দেখে মনে হয় ও যথেষ্ট অভিজ্ঞ। তিলক ব্যাটিং খুব ভালই জানে। আমি যখন ওর সঙ্গে কথা বলি, তখন বুঝতে পারি যে ব্যাটিং সম্পর্কে ওর যথেষ্ট জ্ঞান আছে। ও জানে কোথায় কখন কিভাবে খেলতে হবে। তবে আমি একটা কথাই বলবো আমি বিশ্বকাপ বা অন্য কিছু সম্পর্কে জানি না। তবে এই ছেলেটির মধ্যে অনেক প্রতিভা আছে। যা ভারতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচেই তিলক দেখিয়ে দিয়েছে।'