শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সার্কিট তো বটেই, পাশাপাশি আইপিএলেও ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়েও খেলছেন তিনি। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে বেশ ধারাবাহিকতার সঙ্গে পারফরম্যান্স করছেন। আইপিএলে রাজস্থান রয়্যালস দলকে নেতৃত্ব দিচ্ছেন দৃঢ়তার সঙ্গে। আর সেই তিনিই বুধবার গড়ে ফেললেন এক নয়া নজির। নিজের নাম তুলে ফেললেন এম এস ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকাদের এলিট তালিকায়। কী নজির গড়লেন সঞ্জু স্যামসন? আসুন এক নজরে জেনে নেওয়া যাক সেই নজির।
আরও পড়ুন: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু
বুধবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই এই নজির গড়ে ফেললেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। দলের অধিনায়ক এবং কিপার ব্যাটার হিসেবে আইপিএলের ইতিহাসে ১৫০০-এর বেশি রান করার নজির গড়েছেন তিনি। এমএস ধোনি, অ্যাডাম গিলক্রিস্টদের এলিট তালিকায় নিজের নাম তুলে ফেললেন সঞ্জু স্যামসন। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে এদিন দুর্দান্ত ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন। প্রথম থেকেই খুনে মেজাজে ব্যাট করেন তিনি।
আরও পড়ুন: একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করেছে রাজস্থান রয়্যালস। তারা নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৯৬ রান করে। এদিন তাদের শুরুটা ভালো হয়নি। ওপেনার যশস্বী জয়সওয়াল আউট হন ১৯ বলে ২৪ রান করে। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে শতরান করে ম্যাচ জেতানো জস বাটলার এদিন তাড়াতাড়ি আউট হয়ে যান। মাত্র আট রান করে আউট হন কিপার ব্যাটার বাটলার।
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে বড় লাফ রিয়ান, শুভমন, সঞ্জুর, পার্পল ক্যাপ পুনরুদ্ধার করলেন যুজি
এর পর তৃতীয় উইকেটে ১৩০ রান যোগ করেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। এই মরশুমে স্বপ্নের ফর্মে ব্যাট করছেন রিয়ান পরাগ। তিনি এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। মাত্র ৪৮ বলে ৭৬ রান করে আউট হন তিনি। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে যান সঞ্জু স্যামসন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টি চার এবং ২টি ছয়ে। তিনি এদিন ১৭৮.৯৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।