শুভব্রত মুখার্জি: চলতি মার্চ মাসের শেষদিক থেকেই শুরু হতে চলেছে আইপিএলের ১৭তম আসর। ইতিমধ্যেই সেই সূচিও ঘোষণা করা হয়ে গিয়েছে। দেশজুড়ে লোকসভা ভোট হওয়ার আগে যে প্রথম পর্যায়ের খেলা হবে তাতে একটা জিনিস নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তা হল কর্ণাটকের বেঙ্গালুরুতে কি আদৌও অনুষ্ঠিত হবে আইপিএলের প্রথম পর্যায়ের কোন ম্যাচ! তার কারণ এই মুহূর্তে গোটা কর্ণাটক তো বটেই বেঙ্গালুরুতেও বিশেষ করে তীব্র জলসঙ্কট তৈরি হয়েছে। আর এই অবস্থায় ক্রিকেট ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কর্ণাটক ক্রিকেট বোর্ডের সিইও। ঠিক কী জানিয়েছেন তিনি? আসুন জেনে নেওয়া যাক।
কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শুভেন্দু ঘোষ একটি সাক্ষাৎকার দিয়েছেন সংবাদসংস্থা পিটিআইকে। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমরা কোনও রকম কোন সঙ্কটের সম্মুখীন হইনি। এই মুহূর্তে কোনও রকম কোন (জলের) সমস্যা নেই। আমরা জল ব্যবহার করা নিয়ে কর্ণাটক সরকারের গাইডলাইন পেয়েছি। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। গাইডলাইন নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। আমরা এই মুহূর্তে এসটিপি প্ল্যান্ট থেকে জলের ব্যবহার করছি। এই জল ব্যবহার করা হচ্ছে আউটফিল্ড এবং পিচের প্রস্তুতিতে। এছাড়াও স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন কাজে এই জল ব্যবহার করা হচ্ছে। ম্যাচের জন্য আমাদের হয়ত ১০০০০-১৫০০০ লিটার জলের প্রয়োজন পড়বে। আমরা নিশ্চিত যে এটা এসটিপির যে প্ল্যান্ট রয়েছে। সেই প্ল্যান্টে উৎপাদন সম্ভব।’
আরও পড়ুন… এ এক অন্য প্রেমের গল্প! মাঠেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন সমকামী ফুটবলার জোশ কাভালো
বেঙ্গালুরুর ওয়াটার সাপ্লাই এবং সিওয়ারেজ বোর্ডের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে জলের ব্যবহার নিয়ে। যেখানে বাগান তৈরির জন্য বা গাড়ি ধোয়ার জন্য জলের ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য শুভেন্দু ঘোষ যে এসটিপি প্ল্যান্টের কথা বলেছেন তা চিন্নাস্বামী স্টেডিয়ামের মধ্যেই রয়েছে। তাঁর মতে এই প্ল্যান্টের জল দিয়েই বেঙ্গালুরুতে ম্যাচ আয়োজন করা সম্ভব। শুভেন্দু ঘোষ আরও যোগ করে বলেছেন, ‘ম্যাচ আয়োজনের জন্য আমাদের মাটির নীচের জল ব্যবহারের কোনও রকম কোন প্রয়োজন নেই। মাঠ বা পিচ প্রস্তুতিতে ও এই মাটির নীচের জল ব্যবহারের কোন প্রয়োজন নেই। আমরা সরকারের নতুন পলিসির (জলের ব্যবহার) দিকে নজর রাখছি। জল ব্যবহার নিয়ে যে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা তা মেনে চলছি। আমরা আত্মবিশ্বাসী সমস্ত নিয়ম মেনেই আমরা ম্যাচ আয়োজন করতে পারব।’ ২৫ শে মার্চ আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এরপর তারা মুখোমুখি হবে কেকেআরের। তারা তাদের তৃতীয় ম্যাচটি খেলবে তাদের হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতে। সেখানে ২ এপ্রিল তারা মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের।