শুক্রবার সকালে ইংরেজ বোলারদের রীতিমতো শাসন করেছেন শুভমন গিল জুটি। বিশেষ করে দিনের শুরুতে যে ভাবে জেমস অ্যান্ডারসনের বলে তাঁর মাথার উপর দিয়ে যে ভাবে ছক্কা হাঁকিয়েছেন শুভমন, তাতে প্রশংসা করতে দেখা গিয়েছে বেন স্টোকসকেও। শটটি এতটাই মার্জিত ছিল যে, এটি দেখে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন। তিনি গিলের শট দেখে তো ভাবতেই শুরু করেছিলেন, সকালের প্রাতঃরাশে গিল কী খান!
ভারতীয় ব্যাটারকে এর পর অ্যান্ডারসনের সঙ্গে কথা বলতে দেখা যায়। দিনের শেষে শুভমনের কাছে যখন জানতে চাওয়া হয়, কী নিয়ে তাঁদের মধ্যে কথা হচ্ছিল, তখন তিনি বলেন যে, এই বিষয়টি গোপন রাখা উচিত। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শুভমন গিল অফিসিয়াল ব্রডকাস্টারদের বলেন, ‘আমি মনে করি, আমাদের দু'জনের জন্যই এই কথোপকথন গোপন রাখা ভালো।’
আরও পড়ুন: উডের আগুনে গতিকে বুড়ো আঙুল সরফরাজের, ১৪৬ কিমির বলে আপারকাট মেরে হাঁকালেন চার- ভিডিয়ো
ছক্কা নিয়ে শুভমন বলেছেন, ‘শুরুতে বলে সেভাবে প্রভাব পড়ছিল না। স্বভাবতই আমি অ্যান্ডারসনকে চাপে রাখতে চেয়েছিলাম’ তবে নিজের আউট হয়ে যাওয়া নিয়ে আফসোস রয়েছে গিলের। বলেছেন, ‘আমি যখনই ব্যাট করতে যাই, তখনই আমার ভালো লাগে। সেরাটা দিতে চেষ্টা করি। তবে যে বলে আউট হয়েছি, সেটা মিস করে গিয়েছিলাম।’
শুভমন ধরমশালায় তাঁর দুরন্ত সেঞ্চুরির কৃতিত্ব তাঁর বাবা লখবিন্দর সিং গিলকে দিয়েছেন। বলেছেন যে, তাঁর বাবা তাঁর জন্য এমন মুহুর্তগুলি কল্পনা করেছিলেন এবং এই সেঞ্চুরির পরে তাঁকে নিয়ে গর্বিত হবেন।
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ছেলের দুর্দান্ত সেঞ্চুরির পর গিলের বাবা আনন্দে ফেটে পড়েন। গিল এই সিরিজে তাঁর দ্বিতীয় শতরান হাঁকালেন। গিল বলেছেন, ‘এটি আমার বাবার দৃষ্টিভঙ্গি ছিল। তিনি আমার পারফরম্যান্সের জন্য গর্বিত হবেন।’
আরও পড়ুন: সরফরাজের আবেদনে পাত্তা না দিয়ে DRS নিলেন না রোহিত, পরে কপাল চাপড়ালেন অধিনায়ক- ভিডিয়ো
ধরমশালায় ইংল্যান্ডের ব্যাটাররা প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের দাপটে পুরো কেঁপে গিয়েছেন। ভারতের বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদীপ দুরন্ত ছন্দে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। এটি এক ইনিংসে তাঁর চতুর্থ পাঁচ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৪ উইকেট রবীন্দ্র জাদেজা নিয়েছেন এক উইকেট। বৃহসপ্তিবার প্রথম দিনে চায়ের পরপরই ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে যায়। জ্যাক ক্রলি ৭৯ করেন। এ ছাড়া বাকিরা কেউ ৩০ রানেও পৌঁছতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন জনি বেয়ারস্টো।
জবাবে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে শুরুটা দুরন্ত করেন। ৫৪ করে যশস্বী আউট হলেও, রোহিত সেঞ্চুরি পূরণ করেন। ১০৩ রান করেন ভারত অধিনায়ক। শুভমন গিলও সেঞ্চুরি হাঁকান। দেবদত্ত পাডিক্কাল আবার ৬৫ করেন। সরফরাজ খান ৫৬ করে আউট হন। ভারতের প্রথম পাঁচ ব্যাটারই অন্ততপক্ষে হাফসেঞ্চুরি করার নজির গড়েছেন। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ৪৭৩ রান ভারতের। ২৫৫ রানে এগিয়ে রয়েছেন রোহিতরা। ২৭ করে কুলদীপ যাদব এবং ১৯ করে জসপ্রীত বুমরাহ আপাতত ক্রিজে রয়েছেন।