বাংলা নিউজ > ক্রিকেট > Shweta Sehrawat: ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা হিসাবে দ্বিশতরানের নজির গড়লেন শ্বেতা

Shweta Sehrawat: ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা হিসাবে দ্বিশতরানের নজির গড়লেন শ্বেতা

শ্বেতা শেরাওয়াত। ছবি-এক্স

নজির গড়লেন শ্বেতা শেরাওয়াত। দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন দিল্লির এই ক্রিকেটার।

মহিলাদের একদিনের ওডিআই টুর্নামেন্টে রেকর্ড গড়লেন শ্বেতা শেরাওয়াত। নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৪২ রান করলেন তিনি। সেই সঙ্গে রেকর্ডও গড়ে ফেললেন মহিলা এই ক্রিকেটার। লিস্ট-এ ক্রিকেটে এই প্রথম কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার ২০০ রান করলেন। শুধু তাই নয়, বিশ্বে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন শ্বেতা। এরই সঙ্গে দুটি রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিলেন দিল্লির এই মহিলা ক্রিকেটার।

নাগাল্যান্ডের বিরুদ্ধে এদিন শুরু থেকেই দাপট দেখাতে থাকে দিল্লি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্বেতা। শুধু তাই নয়, বিপক্ষের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করতে থাকেন তারা। শ্বেতা একাই এদিন দ্বিশতরান করেন। বিপক্ষ দলের বোলারদের কোনও রকম সুযোগই দেননি তিনি। ফলে ল্যাজে গোবরে হয়ে যায় নাগাল্যান্ডের বোলিং অর্ডার।

এদিন শুধু শ্বেতা একা নন, একই সঙ্গে প্রতীকা রাওয়ালও বড় রান করেন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যায় দিল্লি। শ্বেতা ১৫০ বলে ২৪২ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩১টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিশতরান করলেন তিনি। এছাড়াও প্রতীকা মাত্র ৮৯ বলে করেন ১০১ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তানিশা সিংও মাত্র ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ব্যাটারদের দাপটে দিল্লি নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫৫ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড প্রথম থেকেই ধাক্কা খায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিনী মানে। তিনি দশ রান করেন। এই রান দেখে স্পষ্ট হয়েছে, এদিন কেউই সেইভাবে দাগ কাটতে পারেনি। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় নাগাল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। তিনটি করে উইকেট নেন দিল্লির পারুনিকা সিসোদিয়া, হারেন্দ্র মধু এবং প্রিয়া মিশ্র। এছাড়াও একটি করে উইকেট নেন সোনি যাদব। ৪০০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় দিল্লি। স্বাভাবিক ভাবেই এমন রেকর্ড গড়ে খুশি গোটা দিল্লি দল। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছেন শ্বেতা।

ক্রিকেট খবর

Latest News

ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.