ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ জেরেই ভাসছে চেন্নাই। একটানা বৃষ্টিতে একেবারে জলমগ্ন তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। শুধু চেন্নাই নয়, তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকাই জলের তলায় ডুবে। তবে সবচেয়ে খারাপ অবস্থা চেন্নাইয়ের। সেখান থেকে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই তামিলনাড়ুর উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চেন্নাইয়ের কোনও কোনও জায়গায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ জানিয়েছে প্রশাসন। এর মধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চেন্নাইয়ের পেরুনগালাতুর এলাকায় রাস্তার উপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। যদিও এই ভিডিয়ো কতটা সত্যি তা জানা যায়নি। আরও বেশ কিছু ভিডিয়োয় দেখা গিয়েছে, জলের তোড়ে ভাসছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি।
জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় চেন্নাই সেন্ট্রাল থেকে ১১টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) মতে, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারা একটি বিবৃতি প্রকাশ করেছে, যা লেখা রয়েছে, ‘ঘূর্ণিঝড় উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে, ৫ ডিসেম্বরের মধ্যাহ্নে নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি বাপতলার কাছাকাছি আছড়ে পড়তে পারে।’
আরও পড়ুন: ১০ ওভারের পরে ছেলেদের বলেছিলাম, এখনও ম্যাচে আছি- রুদ্ধশ্বাস ম্যাচ জিতে অকপট সূর্য
চেন্নাইয়ের খারাপ পরিস্থিতিতে মন কাঁদছে তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিকের। তিনি এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের লোকেরা, দয়া করে আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং বাড়ির ভিতরে থাকুন- এই রকম সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতির উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রমকারী সকল কর্মকর্তাদের একটি বড় স্যালুট। আসুন আমরা সকলে সহযোগিতা করি এবং একসঙ্গে এর মোকাবিলা করি।’
একা দীনেশ কার্তিক নন। চেন্নাইয়ের দুরাবস্থায় মর্মাহত শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। আইপিএলের দৌলতে চেন্নাইয়ের সঙ্গে আত্মিক যোগ তৈরি হয়েছে লঙ্কার পেসার মাথিশা পাথিরানার। চেন্নাই সুপার কিংসের খেলার সুবাদে, এই শহর তাঁর কাছে দ্বিতীয় হোম হয়ে গিয়েছে। একটি ভিডিয়ো শেয়ার করেছেন পাথিরানা। সঙ্গে লিখেছেন, ‘নিরাপদ থেকো, আমার চেন্নাই! প্রচণ্ড ঝড় হতে পারে, কিন্তু আমাদের সহনশীলতা আরও বেশি। ভালো দিনগুলি এক কোণাতেই রয়েছে। যত্ন নিন, বাড়ির ভিতরে থাকুন এবং একে অপরের খোঁজ করুন।’
সিএসকে-তে খেলা শ্রীলঙ্কার আর এক তারকা মাহিশ থিকশানারও চেন্নাইয়ের হাল দেখে মন খারাপ। তিনি শহরের বন্যা পরিস্থিতির ভিডিয়ো ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার দ্বিতীয় হোম চেন্নাইয়ের কিছু ফুটেজ দেখেছি। যারা এই বন্যার কবলে পড়েছে, তাদের সকলের জন্য আমার সমস্ত ভালোবাসা এবং প্রার্থনা থাকছে। শক্ত থাকুন, নিরাপদে থাকুন। আমরা একসঙ্গে লড়াই করব।’
এর মাঝেই আবার অশ্বিন এক্সের মাধ্যমে জানিয়েছেন, ‘ভয়ঙ্কর অবস্থা! এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।’
শুধু তামিলনাড়ু নয়, অন্ধ্রপ্রদেশ, কারিকলের বিস্তীর্ণ জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, সোমবার ক্রমশ উত্তর তামিলনাড়ু উপকূল ধরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে উপকূলে পৌঁছবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। অন্ধ্রের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে ঢোকার কথা। স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।