আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার ডেডলাইন যত এগিয়ে আসছে, ভারতের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে জল্পনা ততই জোরালো হচ্ছে। কারা সুযোগ পেতে পারেন, কারা বাদ পড়তে পারেন, জোর চর্চা চলছে ভারতীয় ক্রিকেটমহলে।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি আইপিএলের পারফর্ম্যান্সের নিরিখে বিশেষজ্ঞরা বিশেষ বিশেষ ক্রিকেটারের হয়ে বাজি ধরছেন। আবার বিশেষ কোনও ক্রিকেটারকে বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করছেন অনেকে। সব মিলিয়ে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডের জন্য প্রাক্তন তারকারা নিজেদের পছন্দ-অপছন্দের কথা খোলামেলাভাবে জানিয়ে দিচ্ছেন।
এমন আবহে সঞ্জয় মঞ্জরেকর আশঙ্কা প্রকাশ করলেন রিঙ্কু সিংকে নিয়ে। তিনি আশা করছেন যে, চলতি আইপিএলে নিজেকে মেলে ধরার পর্যাপ্ত সুযোগ পাননি বলে জাতীয় নির্বাচকরা যেন কেকেআর তারকার কথা ভুলে না যান। মঞ্জরেকরের মতে, রিঙ্কু সিং ভারতের বিশ্বকাপ স্কোয়াডের অটোমেটিক চয়েজ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
এক্ষেত্রে নিজের পছেন্দের ক্রিকেটার বলেই নয়, বরং জাতীয় দলে রিঙ্কু যে রকম ধারাবাহিকতা দেখিয়েছেন, সেই কারণেই তাঁর বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া উচিত বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। Firstpost-কে মঞ্জরেকর বলেন, ‘(চলতি আইপিএলে) খুব বেশি সুযোগ পাচ্ছে না বলে, আশা করি নির্বাচকরা রিঙ্কু সিংয়ের কথা ভুলে যাবে না।’
আরও পড়ুন:- ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের
মঞ্জরেকর আরও বলেন, ‘রিঙ্কুর সরাসরি ভারতীয় দলে ঢোকা উচিত। এখনও পর্যন্ত যতুটুক সুযোগ পেয়েছে, ধারাবাহিকতা ও শটের ব্যপ্তির নিরিখে আপনারা দেখেছেন ও কত ভালো ক্রিকেটার। মূল দলের বড় নাম, যাদের নিয়ে আমরা আলোচনা করি, তাদের বাইরে এই ক্রিকেটারটিকে আমার বিশেষ পছন্দ।’
আইপিএল ২০২৪-এ রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্স:-
চলতি আইপিএলে কেকেআরের হয়ে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং। তিনি ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ২৭.৬৬ গড়ে ৮৩ রান সংগ্রহ করেছেন। ২টি ম্যাচে নট-আউট থাকেন রিঙ্কু। অবশ্য ১৬২.৭৪-এর চমকপ্রদ স্ট্রাইক-রেটে রান করেছেন রিঙ্কু সিং। সাকুল্যে ৫১টি বল খেলে ৫টি চার ও ৫টি ছক্কা মেরেছেন রিঙ্কু।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্স:-
রিঙ্কু সিং এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে ৭টি ইনিংসে নট-আউট থাকেন তিনি। ৮৯.০০ গড়ে সংগ্রহ করেছেন ৩৫৬ রান। ১৭৬.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন রিঙ্কু। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৯ রানের। তিনি ৩১টি চার ও ২০টি ছক্কা মেরেছেন।