চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় অঞ্চলে বসতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে এই বিশ্বকাপে কে ভারতকে নেতৃত্ব দেবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই জল্পনার অবসান হল। বুধবার বিসিসিআই সচিব জয় শাহ একটি বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব কার হাতে থাকবে? তিনি জানিয়েছেন, রোহিত শর্মার নেতৃত্বেই ভারত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে। এবং তাঁর হাত ধরেই ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত।
খাণ্ডেরির সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করার অনুষ্ঠানে জয় শাহ বলেন, ‘২০২৩ সালে আমদাবাদে একদিনের বিশ্বকাপের ফাইনালে নামার আগে পর্যন্ত আমরা টানা ১০টি জিতেছিলাম। তার পরেও আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তবে বিশ্বকাপ জিততে না পারলেও আমরা সকলের হৃদয় জিতেছিলাম। আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যে ২০২৪ সালে বার্বাডোজে (টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালের ভেন্যু) আমরা রোহিত শর্মার অধিনায়কত্বে ট্রফি জিতব। আমরা সেখানে ভারতের পতাকা উত্তোলন করবই।’
উল্লেখযোগ্যভাবে, জয় শাহ যেই অনুষ্ঠানে এই কথাটি বলেছিলেন সেখানে উপস্থিত ছিলেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। এছাড়াও ভারতীয় দলের আরও কয়েকজন সদস্য এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল সহ অনেকেই এখানে ছিলেন। এই সময়ে অনকেই নিজেদের বক্তব্য রেখেছিলেন । সুনীল গাভাসকর এবং অনিল কুম্বলের মতো কিংবদন্তিও দর্শকদের আসনে বসেছিলেন।
অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া, যিনি বর্তমানে গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে টি-টোয়েন্টিতে ভারতকে পূর্ণ-সময়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। রোহিত শর্মা ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর প্রায় এক বছর বাদে আবারও আন্তর্জাতিক আঙিনায় টি টোয়েন্টিতে খেলেন। বহুদিন পরে আবারও তাঁকে ভারতের টি-টোয়েন্টি জার্সিতে দেখা গিয়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে অংশ নিয়েছিলেন রোহিত শর্মা।
তবে এর আগে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতা কে হবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে সকলেই মাঠে নেমেছিল। সবার আগে হার্দিক পান্ডিয়ার নাম ভেসে আসছিল। অনেকেই মনে করেন সেই কারণেই হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিককে এবারের আইপিএল-এর জন্য নেতা করা হয়েছিল। তবে হার্দিকের চোট তৈরি করেছিল জটিলতা। এরপর রোহিত টি টোয়েন্টিতে ফিরে আসেন এবং ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলতে থাকেন। ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন তিনি ও তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে না জিতলেও সকলের মন জেতেন রোহিত। এরপরে রোহিতের উপরেই ভরসা করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই হয়তো এমন কথা বললেন জয় শাহ।