টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ ও ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ, ২০২৩ সালে একাধিক বড় ইভেন্টে মাঠে নামে ভারতীয় ক্রিকেট দল। তার সঙ্গে তিন ফর্ম্যাটে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ তো ছিলই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারতে হলেও এশিয়া কাপের ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া। দ্বিপাক্ষিক সিরিজগুলিতেও কার্যত একতরফা দাপট দেখা যায় ভারতের। তবে ২০২৪ সালেও দম ফেলার ফুরসৎ পাবেন না রোহিত শর্মারা। কেননা নতুন বছরে ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
২০২৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি:-
১. জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় তথা শেষ টেস্টে মাঠে নামবে ভারত। ম্যাচ শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
২. জানুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে ১১, ১৪ ও ১৭ জানুয়ারি।
৩. জানুয়ারির ২৫ তারিখ থেকে ১১ মার্চের মধ্যে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ম্যাচগুলি শুরু হবে যথাক্রমে ২৫ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ।
৪. জুনের ৪ তারিখ থেকে ৩০ জুন পর্যন্ত খেলা হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে মাঠে নামবে ভারত।
৫. জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলবে ভারত। যদিও দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
৬. সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চূড়ান্ত সূচি এখনও ঘোষিত হয়নি।
৭. অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
৮. নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। চূড়ান্ত সূচি এখনও ঘোষিত হয়নি।
মাঝে মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন। সুতরাং, আক্ষরিক অর্থেই সারা বছর ধরে একটানা ক্রিকেট খেলবেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা। অবশ্য ওয়ার্কলোড ম্যানেজের উদ্দেশ্যে জাতীয় নির্বাচকরা নিশ্চিতভাবেই ঘুরিয়ে ফিরিয়ে একাধিক সিরিজে বিশ্রাম দেবেন প্রথম সারির ভারতীয় তারকাদের।