আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করেছে বিসিসিআই। এই সময়ে বর্তমান দলের সঙ্গে ২০২২ সালের ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের তুলনা করা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন গতবারের থেকে এবারের দল অনেকটাই শক্তিশালী হয়েছে। এর কারণ হিসাবেও তারা ব্যাখ্যা করেছেন। অনেকেই বলছেন গতবারের তুলনায় এবারের দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি। অনেকে আবার বলছেন বুমরাহর এন্ট্রি এবারের দলকে বেশি শক্তিশালী করবে। তবে চলুন নিজেরাই বিচার করি যে, ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের টিম ইন্ডিয়ার থেকে কি এবারের ভারতীয় দল বেশি শক্তিশালী হল? চলুন প্রত্যেকটি দিক বিচার করে দেখে নেওয়া যাক-
প্রথমেই দেখে নেওয়া যাক ২০২২ সালের দলের কোচ ও ক্যাপ্টেন কারা ছিলেন এবং বর্তমান দলের কোচ ও ক্যাপ্টেন কারা। এরপরে দুই দলের ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডার ইউনিটকে ভাগ করে দেখা যাক। দেখে নেওয়া যাক উইকেটরক্ষক ও রিজার্ভ দল কেমন ভাবে গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন… IPL 2024 CSK vs SRH: আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ
কোচ ও ক্যাপ্টেন-
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল
কোচ- রাহুল দ্রাবিড়
ক্যাপ্টেন- রোহিত শর্মা
সহ-অধিনায়ক- কেএল রাহল
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল
কোচ- রাহুল দ্রাবিড়
ক্যাপ্টেন- রোহিত শর্মা
সহ-অধিনায়ক- হার্দিক পান্ডিয়া
আরও পড়ুন… IPL 2024: RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে
ব্যাটার-
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (চার জন প্রধান ব্যাটার)
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (চার জন ব্যাটার)
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব
বোলার-
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (ছয় জন বোলার)
হার্ষাল প্যাটেল, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (পাঁচজন বোলার)
জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল
আরও পড়ুন… T20 WC 2024-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের
অল রাউন্ডার-
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (তিন জন অলরাউন্ডার)
দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (চার জন অলরাউন্ডার)
হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল
উইকেটরক্ষক-
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (দুই জন উইকেটরক্ষক)
দীনেশ কার্তিক, ঋষভ পন্ত
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (দুই জন উইকেটরক্ষক)
সঞ্জু স্যামসন, ঋষভ পন্ত
রিজার্ভ টিম-
২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (একজন ব্যাটার, একজন অলরাউন্ডার, দুজন বোলার)
রবি বিষ্ণোই, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দল (দুজন ব্যাটার, দুজন বোলার)
শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান