বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। বলা ভালো হাতে গোনা আর কয়েক দিন পরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই বিশ্বকাপকে ঘিরে প্রত্যেকটি দল তাদের নিজেদের প্রস্তুতি চালাচ্ছে। এমনকী বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করে ফেলেছে। এমন চূড়ান্ত মুহূর্তে চোট পেলেন নিউজিল্যান্ড দলের সিনিয়র ক্রিকেটার টিম সাউদি। জানা গিয়েছে তাঁর বুডো আঙুলে চিড় ধরেছে। আর তাতেই সাউদির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। এছাড়াও কামব্যাক করেছেন সাউদিও। কিন্তু তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়েই চোট পেলেন কিউয়ি এই পেসার। চতুর্থ এবং সিরিজের শেষ ওডিআই ম্যাচে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে চোট পান সাউদি। এরপরই মাঠের বাইরে চলে যেতে হয় কিউয়ি পেসারকে।
চোট যে বেশ গুরুতর তা ভালো মতো বোঝা যাচ্ছিল। সঙ্গে সঙ্গেই তাঁর সেই চোটের জায়গায় এক্স-রে করা হয়। আর সেখানেই ধরা পড়ে সাউদির ডান হাতের বুড়ো আঙুলে চিড় দেখা দিয়েছে। ফলে বিশ্বকাপের আগে সাউদির চোট বেশ চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে তা বলার অপেক্ষা রাখে না। সাউদির চোট প্রসঙ্গে নিউজিল্যান্ড দলের জনসংযোগ আধিকারীক বলেন, 'সাউদির চোটের জায়গায় এক্স-রে করা হয়েছে। ডান হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তবে সাউদির সুস্থ হয়ে উঠতে ঠিক কতটা সময় লাগবে এখনই বলা সম্ভব নয়। আমাদের চিকিৎসকদের পর্যবেক্ষনে সে রয়েছে। তবে আমরাও চাই যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে।'
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। প্রথমদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। কিন্তু তার আগে সাউদির চোট কিউয়ি শিবিরকে বেশ চিন্তায় ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে কিউয়ি অধিনায়ক টম লাথাম জানান, 'সাউদি আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে সত্যি এটা চিন্তার বিষয়। আমার ধারণা গুরুতর কিছু হয়নি। আশা করব দ্রুত ফিরে আসবে। আমাদের দলের চিকিৎসকরা পর্যবেক্ষণ করছে। ফলে আমরা আশাবাদী সাউদি চোট কাটিয়ে দ্রুত ফিরে আসবে।'