রাজকোটে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টের পরে হাতে বেশ কয়েকদিন সময় থাকায় ভারতীয় ক্রিকেটাররা কার্যত ছুটির মেজাজে। যদিও হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন রবিচন্দ্রন অশ্বিন। বরং দ্বিতীয় টেস্ট একদিন আগেই শেষ হওয়ার পরেও নিতান্ত ব্যস্ত টিম ইন্ডিয়ার তারকা স্পিনার।
বুধবার অনুষ্ঠিত হয় তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলাম। এই নিয়ে দ্বিতীয়বার নিলামের মাধ্যমে দল গড়ে নেয় টিএনপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। অশ্বিন গতবছর দিন্ডিগুল ড্রাগনসের হয়ে তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলামের টেবিলে উপস্থিত ছিলেন। এবারও তার অন্যথা হল না। বিশাখাপত্তনম টেস্ট খেলেই সোজা তামিলনাড়ু প্রিমিয়র লিগের ক্রিকেটার কেনাবেচার আসরে যোগ দেন রবিচন্দ্রন। দিন্ডিগুল ড্রাগনসের হয়ে দল গড়ে নিতে দেখা যায় তাঁকে।
নিলামের ফাঁকেই সাক্ষাৎকারে অশ্বিন বুঝিয়ে দেন, তামিলনাড়ু ক্রিকেটের প্রতি তিনি কতটা দায়বদ্ধ। এত বছর ধরে তামিলনাড়ু ক্রিকেট তাঁকে খ্যাতি ও প্রতিষ্ঠা দিয়েছে। নিজের রাজ্যের ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে বদ্ধপরিকর শোনায় রবিচন্দ্রনকে। তিনি বলেন, ‘তামিলনাড়ু ক্রিকেটের প্রতি আমি দায়বদ্ধ। ক্লাব ক্রিকেটই হোক বা রঞ্জি ম্যাচ, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মাঠে নামি প্রতিবার। এখানে যত বেশি ক্রিকেট খেলেছি, আরও পরিণত হয়ে উঠেছি। তামিলনাড়ু ক্রিকেট আমাকে যা দিয়েছে, কিছু ফিরিয়ে দিতে চাই। অন্য কোনও কারণে নয়, আসলে আমি এগুলো উপভোগ করি।’
রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের ২টি ম্যাচে সাকুল্যে ৯টি উইকেট নিয়েছেন। হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অশ্বিন ৬৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১২৬ রান খরচ করে তুলে নেন আরও ৩টি উইকেট। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অশ্বিন ৬১ রান খরচ করেও কোনও উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ৭২ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন।
ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হয়েছেন তিনি। এই নিরিখে চন্দ্রশেখরের (৯৫টি উইকেট) রেকর্ড ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এখনও পর্যন্ত ৯৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীতে পরিণত হন তিনি।
আরও পড়ুন:- ICC Ranking: তিন ফর্ম্য়াটেই ‘বিশ্বসেরা’ হওয়ার নিরিখে বিরাট কোহলির পাশে বসে পড়লেন বুমরাহ
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট ক্রিকেটের দুর্দান্ত এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন অশ্বিন। টেস্ট কেরিয়ারে অশ্বিনের সার্বিক উইকেট সংখ্যা এই মুহূর্তে ৪৯৯। সুতরাং, আর ১টি মাত্র উইকেট নিলে অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়বেন অশ্বিন। সার্বিকভাবে বিশ্বের নবম বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার হাতছানি রয়েছে রবিচন্দ্রনের সামনে।