ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও যেভাবে হয়েছিল, শেষটাও যেন ঠিক সেই ভাবেই হল। লজ্জার নজির গড়ে ক্যারিবিয়ান সফর শেষ করল ভারতীয় টি-টোয়েন্টি দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের ফলে স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে অধিনায়কত্ব এবং টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বর্তমান ত্রিকেটাররা। যদিও এই সিরিজের শুরু থেকেই তা দেখা দেয়। কারণ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আটকে যায় ভারত। কিন্তু তৃতীয় এবং চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে টিকে থাকলেও ফের হারায় সিরিজ হাতছাড়া করতে হয়।
এই ম্যাচ শেষে টুইটের মাধ্যমে টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে তীব্র কটাক্ষ এবং সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ। একাধিক টুইট করেন তিনি। বেঙ্কটেশ টুইট করে লেখেন, 'ভারত কোনও কোনও সময় সীমিত ওভারের একটি খুব সাধারণ দল। কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ দল তাদের হারিয়েছে। ওয়ানডে সিরিজেও আমরা তাদের বিরুদ্ধে হেরেছিলাম। আশা করি তারা নির্বোধ বিবৃতি দেওয়ার পরিবর্তে নিজেদের ব্যর্থতা তুলে ধরবে।'
এখানেই থেমে থাকেননি এই প্রাক্তন ক্রিকেটার। বরং এক ব্যক্তি তাঁর টুইটে রিপ্লাই করে লেখেন, 'স্যার সেটা ৫০ ওভারের বিশ্বকাপ ছিল। তবে আপনার সঙ্গে সহমত ভারতীয় দলের এই পারফরম্যান্সে।' সেই টুইটের পরিপ্রেক্ষিতে বেঙ্কটেশ প্রসাদ লেখেন, 'শুধু ৫০ ওভার নয়, ওয়েস্ট ইন্ডিজ গত অক্টোবর-নভেম্বরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। ভারতের খারাপ পারফরম্যান্স দেখে এবং সব কিছু আড়ালে কার্পেটের নীচে ব্রাশ করতে দেখে বেদনা হয়।'
ভারতের প্রাক্তন ক্রিকেটার যে বেশ রেগে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাঁর সেই পোস্টে আরও একজন কমেন্ট করে লেখেন, 'স্যার ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার মতামত কি?' জবাবে বেঙ্কটেশ প্রসাদ লেখেন, 'তারা পরাজয়ের জন্য দায়ী এবং তাদের জবাবদিহি করতে হবে। এখন সবাই শুধু এমএসের নামটি ব্যবহার করবে এবং ওর কথা মতো বলবে। নির্বাচনে ধারাবাহিকতা নেই, এলোমেলো জিনিস খুব বেশি ঘটছে।'
এর কিছুক্ষণ পরই বেঙ্কটেশ আরও একটি টুইট করেন। তিনি যে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে তা বলেছেন তা বোঝার অপেক্ষা রাখে না। সেখানে তিনি লেখেন, ‘ভারতকে তাদের দক্ষতা বাড়াতে হবে। তাদের খিদে এবং তীব্রতার ঘাটতি এবং প্রায়শই অধিনায়ককে অজ্ঞাত দেখায়। বোলাররা ব্যাট করতে পারে না, ব্যাটাররা বোলিং করতে পারে না। হ্যাঁ, ক্রিকেটারের খুঁজে না আনা এবং অন্ধ হওয়া গুরুত্বপূর্ণ কারণ। কেউ আপনার প্রিয় ক্রিকেটার, কিন্তু ভালোর দিকে তাকান এবং সেই মতো দল নির্বাচন করা হোক।’