শুভব্রত মুখার্জি: কথায় আছে ভাঙবে, কিন্তু মচকাবে না। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পরে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের একাংশের হয়েছে এই দশা। সদ্য শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৪-১ ফলে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে ইংল্যান্ড দল। ব্যাজবলের দর্প চূর্ণ হয়েছে। ব্যাজবল জমানায় প্রথম টেস্ট সিরিজ হেরেছেন বেন স্টোকসরা। এই হার যে এখনও হজম করতে পারেননি ইংল্যান্ড প্রাক্তন তারকা স্পিনার গ্রেম সোয়ান, তা বোঝা গেল তাঁর করা এক সাম্প্রতিক উক্তিতে। বেশ ঔদ্ধত্য দেখিয়ে এই মন্তব্য করেছেন তিনি। বলা যায়, তাঁর গলাতে যেন ছিল কিছুটা তুচ্ছ তাচ্ছিল্যের সুর। অধিনায়ক হিসেবে তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাত্তা দিতেই নারাজ। উল্টে বাজে ভাবে সিরিজ হারের পরেও অধিনায়ক হিসেবে রোহিতের থেকে বেন স্টোকসকেই এগিয়ে রাখছেন তিনি।
আরও পড়ুন: IPL-এ ভালো খেললে, T20 WC-এর দরজা খুলে যাবে পন্তের জন্য- জানিয়ে দিলেন BCCI সচিব জয় শাহ
পিটিআই ভিডিয়ো-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেম সোয়ান বলেছেন, ‘আমি মনে করি না, অধিনায়ক হিসেবে ও (রোহিত) এগিয়ে ছিল। কারণ ওর বোলাররা ওর হয়ে কাজটা করে দিয়েছে। বলা যায়, অনেকটাই সহজ করে দিয়েছে। তাই আমি মনে করি, অধিনায়ক হিসেবে ওর হাতে অনেক বেশি অস্ত্র ছিল। যেটা কিন্তু ছিল না অধিনায়ক বেন স্টোকসের হাতে। ওর অস্ত্র অনেকটাই ছিল লিমিটেড। তবে অধিনায়ক রোহিতকে আমি কখনও-ই খারাপ বলছি না। আমাকে ভুল ভাববেন না। তবে আমি এটা বলব যে, স্টোকস খারাপ অধিনায়কত্ব করেনি। বরং যথেষ্ট ভালো অধিনায়কত্ব করেছে ও। আমার মনে হয়, বারবার স্টোকসের অধিনায়কত্বের দিকে যখন আঙুল উঠছে তখন কোথাও ভুল হচ্ছে।’
আরও পড়ুন: ধোনির জায়গায় রোহিতকে CSK-এর অধিনায়ক চান ভারতের প্রাক্তনী
তিনি আরও যোগ করেছেন, ‘রোহিতের হয়ে ওর বোলাররা দারুণ কাজ করেছে। সিরিজে রোহিতের বোলাররা অনেকটা ব্যবধান গড়ে দিয়েছিল। শেষ চারটে টেস্টে ওরা দুরন্ত পারফরম্যান্স করেছে। সেটা আবার ওরা প্রথমটায় করতে পারেনি। আর সেই কারণেই কিন্তু ভারতকে প্রথম টেস্টে হারতে হয়েছিল। আরও মজার বিষয় কী জানেন, রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলার, যে নিজের একশোতম টেস্ট খেলছে, সে-ও এক ইনিংসে পাঁচটি উইকেট নিচ্ছে। দলকে জয়ের জায়গায় পৌঁছে দিচ্ছে। শততম টেস্টেও সফল হতে চাওয়ার এই খিদেটা আমার খুব ভালো লেগেছে। প্রথম থেকেই ভারতীয় বোলাররা ভালো বোলিং করেছে। ইংল্যান্ডের ব্যাটারদের চেপে ধরেছিল। যার সুফল ওরা এই সিরিজে পেয়েছে।’