ফের চর্চায় খ্যাত অঞ্জলি অরোরা। এই নামটি শুনেই সেই ‘কাঁচা বাদাম’ ভিডিয়োটির কথা মনে পড়ল তো? একসময় ভাইরাল 'কাঁচা বাদাম' গানে নেচেই ভাইরাল হয়েছিলেন অঞ্জলি। আবার MMS-কাণ্ডেও নাম জড়িয়েছিল তাঁর। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে চর্চায় অঞ্জলি। কিন্তু কী সেই কারণ?
জানা যাচ্ছে, এবার সিনেমার পর্দায় অঞ্জলি অরোরাকে দেখা যাবে 'সীতা'র ভূমিকায়। ভাবছেন তো এ আবার কোন ছবি?
নাহ, নীতিশ তিওয়ারির সেই চর্চিত 'রামায়ণ'-এটি নয়। নীতিশের রামায়ণে সীতা হচ্ছেন দক্ষিণের সাই পল্লবী। বহু আগেই এখবর সামনে এসেছে। তবে অঞ্জলি অরোরাও এবার সীতার বেশেই রূপোলি পর্দায় পা রাখবেন, সৌজন্যে অভিষেক সিংয়ের পরিচালনায় ‘শ্রী রামায়ণ কথা’। এক্ষেত্রে দুটি ছবিই হিন্দু মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে। নিজের ছবি প্রসঙ্গে মুখও খুলেছেন অঞ্জলি।
ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে, অঞ্জলি বলেন, ‘সীতার ভূমিকায় আমায় চিত্রিত করা হবে জেনে নিজেকে ধন্য মনে হচ্ছে। দেবী সীতার চরিত্র এতই পবিত্র যে কেউই এমন প্রস্তাব পেলে লুফে নেবেন। তবে পরিচালক কেন আমাকে বেছে নিয়েছেন তা নিয়ে আমি নিজেও কৌতূহলী। আমি তাঁকে একথা জিগ্গেসও করেছি। পরিচালক আমায় বলেন, তিনি আমার সঙ্গে আরও কয়েকজন অভিনেত্রীকে শর্টলিস্ট করেছিলেন। শেষপর্যন্ত আমাকে বেছে নেন। আমি বিশ্বাস করি ওঁরা আমার মধ্যে এমন কিছু দেখেছেন যাতে তাঁদের বিশ্বাস হয়েছে যে আমি চরিত্রটির প্রতি সুবিচার করতে পারব। আমি গত মাসে আমাকে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছিল। তারপর থেকে আমি নানান ভিডিও দেখছি, পড়াশোনা করছি এবং ওয়ার্কশপে অংশ নিচ্ছি। চরিত্রের প্রতি সুবিচার করার জন্য আমি নিজের সেরাটা দেব’।
নীতিশ তিওয়ারির 'রামায়ণ' আসছে, আবার একই হিন্দু মহাকাব্য নিয়ে আসছে ‘শ্রী রামায়ণ কথা’। প্রথমটিতে সীতা হচ্ছেন সাই পল্লবী। আর দ্বিতীয়টিতে অঞ্জলি অরোরা। তাই তুলনা হবেই। এপ্রসঙ্গে অঞ্জলি বলেন, ‘আমি সেটা জানি যে তুলনা হবেই। কে না এই তুলনা নিয়ে ভয় পান! তবে আমাকে যদি কোনও বলি অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হয়, তাতে আমি খুশিই হব।’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে বহুবার ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে অঞ্চলি অরোরাকে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আর মানুষের মানসিকতা পরিবর্তন করতে পারব না। তবে একজন অভিনেতা হিসেবে, আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমাকে দেওয়া প্রতিটি চরিত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রোলদের কীভাবে থামাব? ওঁরা মনে করেন, ওঁদের আমাকে নিয়ে আলোচনা করার অধিকার রয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ইমেজের সঙ্গে আমার অভিনয়ের কোনও সম্পর্ক নেই। কোনওকিছুই আমার অভিনয়কে প্রভাবিত করবে না। আমি অন্যের কাছ থেকে বৈধতা চাওয়ার পরিবর্তে নিজেকে প্রমাণ করতে চাই।’