India vs England: ঋষভ পন্তের দুর্ঘটনার পরে কে হবে ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক? এই প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছিল না ভারতীয় দল। অনেকেই মনে করেছিলেন হয়তো ইশান কিষান এই জায়গাটা নিতে পারবেন, তবে এখন তা মনে হচ্ছে না। এরপরে কেএল রাহুল ও কেএল ভরতের নাম সামনে আসে। তবে কেএল রাহুলের চোট ও তাঁকে ব্যাটার হিসাবে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এই কারণে কেএস ভরতের উপর ভরসা করেছিল টিম ইন্ডিয়া। তবে কেএস ভরত কিপিং ভালো করলেও তাঁর ব্যাটে রান নেই, সেই কারণেই সুযোগ দেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে নিজেকে প্রমাণ করলেন জুরেল। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০৪ বলে ৪৬ রান করেন তিনি। এরপরে দ্বিতীয় ইনিংসে দারুণ একটি রান আউট করলেন তিনি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে রান আউট করার পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন ধ্রুব জুরেল। ৬.১ ওভারে ডাকেটকে বল করেন বুমরাহ। এই সময়ে হাল্কা টাচে রান চুরি করতে চেয়েছিলেন ডাকেট। তবে ক্রাউলি রান নিতে চাননি। ফলে মাঝ পথ থেকেই ক্রিজে ফিরতে হয়েছিল ডাকেটকে। এই সময়ে সিরাজ বল ধরে উইকেটের দিকে থ্রো করেন। বলটি যদি সরাসরি লাগত তাহলে হয়তো ছবিটা অন্য হত। কিন্তু এই সময়ে বলটি থ্রোটি সরাসরি লাগেনি। এই অল্প সময়ের মধ্যেই সবকলে অবাক করে উইকেটের পিছনে চলে আসেন ধ্রুব জুরেল। সিরাজের সেই বল ধরে উইকেটে ভেঙে দেন। ফলে সাজঘরে ফিরতে হয় ডাকেটকে। এই রান আউট দেখে সকলকেই জুরেলের প্রশংসা করেন।
এর পরেই সকলে বলতে থাকেন যদি ধ্রুব জুরেল এভাবে খেলতে থাকেন তাহলে ভবিষ্যতে তিনি ভারতের এক নম্বর উইকেটরক্ষক হতে পারেন। সিরিজের তৃতীয় ম্যাচের কথা বললে, ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ইংল্যান্ডকে এই ম্যাচ জিততে হলে ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্যপূরণ করতে হবে। তবে জবাবে ইংল্যান্ডের শুরুটা খুবই খারাপ করেছে এবং দলটি ৫০ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে। যশস্বী জসওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভারত দ্বিতীয় ইনিংসটি ৪৩০ রানে ঘোষণা করেছে। যশস্বী ২১৪ এবং সরফরাজ খান অপরাজিত ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
শুভমন গিলও এই সময়ে তার প্রতিভা দেখিয়েছেন। ব্যক্তিগত ৯১ রানে রানআউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ উইকেট হারিয়েছে ভারত। এই ইনিংসে একের পর এক রেকর্ড গড়েন যশস্বী জসওয়াল। তিনি টানা দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেন, একই সাথে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ডও করেন। আমরা আপনাকে জানিয়ে রাখি, ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল, যার জবাবে ইংল্যান্ড ৩১৯ রানে গুটিয়ে যায়। এরপরে ভারত দ্বিতীয় ইনিংস ৪৩০ রানে ঘোষণা করে। এর জবাবে ইংল্যান্ড ৫০ রানে ৭ উইকেট হারায়। রবীন্দ্র জাদেজা তিনটি, কুলদীপ যাদব ২টি ও বুমরাহ ১টি উইকেট নিয়েছেন। একটি রান আউট করেছেন জুরেল ও সিরাজ।