প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে পড়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। তৃতীয় দিনের শেষে ক্রাইস্টচার্চ টেস্ট চূড়ান্ত উত্তেজক রূপ নিয়েছে। সৌজন্যে, টম লাথাম, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র ও ডারিল মিচেল ব্যাট হাতে অনবদ্য লড়াই।
ক্রাইস্টচার্চ টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে তারা প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হয়। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬২ রানে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তোলে ২৫৬ রান। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৯৪ রানের বড়সড় লিড নিয়ে নেয় অজিরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ১৩৪ রান তুলে। তার পর থেকে খেলতে নেমে কিউয়িরা তৃতীয় দিনে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ৩৭২ রানে। প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন লাথাম, উইলিয়ামসন, রাচিন ও ডারিল। অর্ধশতরান হাতছাড়া করেন স্কট কুগলেইন।
আরও পড়ুন:- তিন ফর্ম্যাটেই ১০০ ম্য়াচ খেলা অভিজাত ক্লাবের চতুর্থ সদস্য সাউদি, বাকি ৩ জন কারা?
টম লাথাম ১৬৮ বলে ৭৩ রান করেন। তিনি ৮টি চার মারেন। ১০৭ বলে ৫১ রান করেন কেন উইলিয়ামসন। তিনি ৬টি চার মারেন। ১৫৩ বলে ৮২ রান করেন রাচিন রবীন্দ্র। তিনি ১০টি চার মারেন। ৯৮ বলে ৫৮ রান করেন ডারিল মিচেল। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন কুলগেইন।
এছাড়া উইল ইয়ং ১, টম ব্লান্ডেল ৯, গ্লেন ফিলিপস ১৬ ও ম্যাট হেনরি ১৬ রান করে সাজঘরে ফেরেন। খাতা খুলতে পারেননি টিম সাউদি ও বেন সিয়ার্স। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬২ রানে ৪ উইকেট দখল করেন প্যাট কামিন্স। ৪৯ রানে ৩টি উইকেট নেন নাথান লিয়ন। ১টি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, জোশ হেজেলউড ও ক্যামেরন গ্রিন।
প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৯ রানের। তবে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে নেই অজিরা। কেননা তৃতীয় দিনের শেষে তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৭ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে বসেছে। অর্থাৎ, শেষ ২ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার আরও ২০২ রান। জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ৬টি উইকেট।
স্টিভ স্মিথ ৯, উসমান খোয়াজা ১১, মার্নাস ল্যাবুশান ৬ ও ক্যামেরন গ্রিন ৫ রানে আউট হন। ট্র্যাভিস হেড ১৭ ও মিচেল মার্শ ২৭ রানে নট-আউট থাকেন। ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও বেন সিয়ার্স।