বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট

48 ODIs : Oct 5 - Nov 19
এবার একদিনের বিশ্বকাপের আয়োজক ভারতে। আর যে কোনও বিশ্বকাপের মতো এবারও বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যত একা হাতে বিশ্বকাপের ম্যাচ জিতিয়েছেন বোলাররা। বিশ্বমঞ্চে সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন তাঁরা। অনেক প্রাক্তন ক্রিকেটার এখনও সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকার প্রথম সারিতে আছেন। বর্তমান অনেক বোলাররা তাদের ছোঁয়ার চেষ্টায় রয়েছেন। সেইসঙ্গে প্রতি বিশ্বকাপেই ব্যাটারদের তো বটেই, বোলারদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন বোলাররা। সর্বাধিক উইকেট নেওয়ার চেষ্টা করেন।

২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপে পেসারদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা। ১৯৯৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিশ্বকাপে ৩৯টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৭১টি। এক ইনিংসে তাঁর সেরা পারফরম্যান্স হল ১৫ রান দিয়ে সাত উইকেট। ম্যাকগ্রার বোলিং ইকোনমি রেট ৩.৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তনী লাসিথ মালিঙ্গা। ২০০৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন। বিশ্বকাপে ২৯টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৫৬টি উইকেট। সেরা বোলিং পারফরম্যান্স ৩৮ রান দিয়ে ছ'টি উইকেট। ইকোনমি রেট ৫.৫১। মালিঙ্গা সার্বিকভাবে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। পেসারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম। তিনি ১৯৮৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে শাসন করেছেন তিনি। ৩৮টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৫৫টি উইকেট। তাঁর বোলিং ইকোনমি রেট ৪.০৪। পঞ্চম স্থানে আছেন শ্রীলঙ্কা চামিন্ডা ব্যাস। ৩১টি ম্যাচে ৪৯টি উইকেট নেন। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম কাণ্ডারী জাহির খান আছেন ষষ্ঠ স্থানে। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিশ্বকাপে খেলেছেন ২৩টি ম্যাচ। উইকেট নিয়েছেন ৪৪টি। সেরা পারফরম্যান্স ৪২ রান দিয়ে ৪ উইকেট।‌ জাহিরের আগে জোরে বোলার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস।

স্পিনারদের ক্ষেত্রে প্রথম স্থানে (সার্বিকভাবে) রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন। ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে অবদান রেখেছেন। বিশ্বকাপে ৪০টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬৮টি উইকেট। তাঁর সেরা পারফরম্যান্স ১৯ রান দিয়ে চার উইকেট। ইকোনমি রেট ৩.৮৮। স্পিন বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার ইমরান তাহির। বিশ্বকাপের মঞ্চে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে তাঁর সংগ্রহ ৪০টি উইকেট। সেরা পারফরম্যান্স ৪৫ রান দিয়ে পাঁচ উইকেট। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় সপ্তম স্থানে আছেন। আর ২০১৯ সাল পর্যন্ত প্রথম দশে থাকা মাত্র দুই বোলার এখনও খেলেন - স্টার্ক এবং ট্রেন্ট বোল্ট।

বিশ্বকাপ ২০২৩: সর্বোচ্চ উইকেটশিকারী

PlayerTeamsWktsAvgOvrRunsBBFECSR3w5wMdns
1
Mohammed ShamiMohammed Shami
IND2410482577/57512134
2
Adam ZampaAdam Zampa
AUS2322965154/8525501
3
Dilshan MadushankaDilshan Madushanka
SL2125785255/80622314
4
Jasprit BumrahJasprit Bumrah
IND2018913734/39427209
5
Gerald CoetzeeGerald Coetzee
SA2019633964/44619401
6
Shaheen AfridiShaheen Afridi
PAK1826814815/54527213
7
Marco JansenMarco Jansen
SA1726694503/31624203
8
Ravindra JadejaRavindra Jadeja
IND1624933985/33435114
9
Josh HazlewoodJosh Hazlewood
AUS1628934493/38434108
10
Mitchell SantnerMitchell Santner
NZ1628924495/59434114
11
Mitchell StarcMitchell Starc
AUS1633875283/34632202
12
Haris RaufHaris Rauf
PAK1633795333/43629301
13
Bas de LeedeBas de Leede
NED1630674874/62725200
14
Keshav MaharajKeshav Maharaj
SA1524893704/46435101
15
Kuldeep YadavKuldeep Yadav
IND1528954242/7438002
SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.
বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন জাহির খান এবং জাভাগল শ্রীনাথ। সার্বিকভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় জাহির আছেন ছয় নম্বরে। যিনি ২০১১ সালের বিশ্বকাপে ভারতের সব ম্যাচে উইকেট পেয়েছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন। অন্যদিকে, শ্রীনাথ সাত নম্বরে আছেন। ২৩টি ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছেন জাহির। সেখানে ৩৪টি ম্যাচে ৪৪ উইকেট নেন শ্রীনাথ। ভারতের হয়ে এখনও যাঁরা খেলেন, তাঁদের মধ্যে প্রথম দশে কেউ নেই। অনেকটা পিছনে আছেন তাঁরা। সক্রিয় ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় আছেন মহম্মদ শামি, উমেশ যাদব এবং জসপ্রীত বুমরাহ। বাকিরা অনেক পিছিয়ে আছেন। আর যে ভারতীয় স্পিনাররা এখনও খেলেন, তাঁরা কেউ প্রথমদিকে (প্রথম কুড়িতে) নেই (২০১৯ সাল পর্যন্ত)।

বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য বিষয়টা উলটো। যে দুই বোলার বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন, তাঁরা এখনও খেলছেন। একজন হলেন শাকিব আল হাসান। অপরজন হলেন মুস্তাফিজুর রহমান। আবার পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার প্রথমদিকে অনেকে থাকলেও তাতে প্রাক্তন খেলোয়াড়দের দাপট। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার প্রথম ২৯-তে (২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত) একমাত্র সক্রিয় খেলোয়াড় হিসেবে আছেন শাহিন শাহ আফ্রিদি।

এবারও বিশ্বকাপে সব বোলারই নিজেদের সেরাটা দিতে মরিয়া। সব বোলারই সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার শীর্ষে উঠতে বদ্ধপরিকর। কিন্তু সকলের মনোবাঞ্চা পূরণ হয় না। তারপরও এবারের বোলারদের লড়াইটা হাড্ডাহাড্ডি। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বোলারদের তালিকা বেশ ভালো।

প্রশ্নোত্তরে বিশ্বকাপ

বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে?

একদিনের বিশ্বকাপের ইতিহাসে জাহির খান ও জাভাগল শ্রীনাথ সবথেকে বেশি উইকেট নিয়েছেন। দু'জনেই ৪৪টি উইকেট নিয়েছেন। তবে জাহির অনেক ম্যাচ খেলেছেন।

২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কে?

বাংলাদেশের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী হলেন শাকিল আল হাসান।

স্পিনারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট গিয়েছেন?

মুথাইয়া মুরলীধরন। ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিশ্বকাপে ৪০টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬৮টি উইকেট।

বিশ্বকাপের ইতিহাসে কতগুলি উইকেট নিয়েছেন ওয়াসিম আক্রম?

১৯৮৭ সাল থেকে ২০০৩ সাল ৩৮টি ম্যাচ খেলেছেন ওয়াসিম আক্রম। নিয়েছেন ৫৫টি উইকেট।