বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > Bangladesh Squad For World Cup 2023: বিশ্বকাপের দল থেকে অভিজ্ঞ তামিম ইকবালকে ছেঁটে ফেলল বাংলাদেশ, দেখে নিন স্কোয়াড

Bangladesh Squad For World Cup 2023: বিশ্বকাপের দল থেকে অভিজ্ঞ তামিম ইকবালকে ছেঁটে ফেলল বাংলাদেশ, দেখে নিন স্কোয়াড

বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন তামিম। ছবি- এএফপি।

Bangladesh Squad For ICC Cricket World Cup 2023: শাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ জনের স্কোয়াডে কারা জায়গা পেলেন, দেখে নিন একনজরে।

একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পরে বাংলাদেশ বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ তামিম ইকবালের।

তামিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন। ১টি ইনিংসে ব্যাট করে ৪৪ রান সংগ্রহ করেন তিনি। যদিও কিউয়িদের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামানো হয়নি তাঁকে। তাই পারফর্ম্যান্সগত দিক দিয়ে, নাকি অন্য কোনও কারণে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন না তামিম, তা বলা ভারি শক্ত।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেন নাজমুল হোসেন শান্ত। যদিও বিশ্বকাপে বাংলাদেশের নেতা নির্বাচিত হয়েছেন শাকিব আল হাসান।

১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নবাগত তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান শাকিব। তামিম ইকবাল বাদ পড়লেও বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডে ঠাঁই হয়েছে আর এক অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহর। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের বিশ্বকাপ খেলা নিয়ে কোনও সংশয় ছিল না। সম্প্রতি বল হাতে নজর কাড়া মেহেদি হাসানকেও বিশ্বকাপ খেলতে ভারতে নিয়ে আসছে বাংলাদেশ।

আরও পড়ুন:- IND vs AUS: অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের জন্য ভারতের হাতে রয়েছে মোটে ১৩ জন ক্রিকেটার, বাকিদের নিয়ে আপডেট দিলেন রোহিত

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ জনের স্কোয়াড:-

শাকিব আল হাসান (ক্যাপ্টেন), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব।

আরও পড়ুন:- BAN vs NZ: ফুটবলেও কাঁচা মুশফিকুর, বোঝা গেল মীরপুরে, ব্যাকহিলে উইকেট বাঁচানোর চেষ্টা করেও পারলেন না- ভিডিয়ো

উল্লেখ্য, ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম্যান্স আহামরি কিছু নয়। শাকিবের নেতৃত্বে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। যদিও এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচে ভারতকে হারিয়ে চমক দেয় বাংলাদেশ। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-২ ব্যবধানে হেরে বসেন লিটনরা।

হতে পারে কিউয়ি সিরিজে পূর্ণ শক্তির দল নামায়নি বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডও সেরা তারকাদের ছাড়াই খেলতে নামে এই সিরিজে। আধা শক্তির দল নিয়েই বাংলাদেশকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করে নিউজিল্যান্ড। এখন দেখার যে, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে কেমন পারফর্ম্যান্স উপহার দেন শাকিবরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন