বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > Bangladesh's race to Champions Trophy: শ্রীলঙ্কার হারে লাভ বাংলাদেশের! শেষ ম্যাচে হেরেও যেতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে

Bangladesh's race to Champions Trophy: শ্রীলঙ্কার হারে লাভ বাংলাদেশের! শেষ ম্যাচে হেরেও যেতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে

শ্রীলঙ্কা হেরে যাওয়ায় লাভ হল বাংলাদেশের। (ছবি সৌজন্যে পিটিআই ও এএফপি)

এবার বিশ্বকাপের পয়েন্ট তালিকায় প্রথম আটে থাকা দলগুলি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করবে। ইতিমধ্যে ছ'টি দলের টিকিট ‘কনফার্ম’ হয়ে গিয়েছে। বাকি আছে দুটি জায়গা। সেটার জন্য লড়াইয়ে আছে চারটি দল - ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস।

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কা দুমড়ে-মুচড়ে যাওয়ায় সুবিধা হল বাংলাদেশের। বিশেষত যেভাবে ১৬০ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা, তাতে নেট রানরেটের ক্ষেত্রেও জোরদার ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। তাতে লাভ হয়েছে বাংলাদেশের। যদি এবারের বিশ্বকাপের নিরিখে কোনও সুবিধা হয়নি বাংলাদেশের। বরং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জ কিছুটা কমল। আপাতত পুরো বিষয়টা বাংলাদেশের হাতেই থাকল। আগামী শনিবার বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে। তবে শেষপর্যন্ত একেবারে চূড়ান্ত হওয়ার জন্য গ্রুপ লিগের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের। যে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নেদারল্যান্ডস। শুধু তাই নয়, হেরে গেলেও সেই স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশের। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দলের টিকিট পাকা হয়ে গিয়েছে? বিশ্বকাপের পয়েন্ট তালিকা অনুযায়ী, ইতিমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তানের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে। যে ছ'টি দল বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম ছ'টি জায়গায় আছে। আরও দুটি দলের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খোলা যাবে। আর সেই দুটি জায়গার জন্য লড়াইয়ে আছে চারটি দল - ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস।

বিশ্বকাপের পয়েন্ট তালিকা (শেষ চারটি দলের জন্য)

দলম্যাচজয়হারনেট রানরেটপয়েন্ট
ইংল্যান্ড-০.৮৮৫
বাংলাদেশ-১.১৪২
শ্রীলঙ্কা-১.৪১৯
নেদারল্যান্ডস-১.৬৩৫

কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে বাংলাদেশ?

১) বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে ছয় পয়েন্টে পৌঁছে যাবে। অন্যদিকে, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস জিতলেও ছয় পয়েন্টে যেতে পারবে। তবে নেদারল্যান্ডসের নেট রানরেট এতটাই খারাপ যে বাংলাদেশকে ছোঁয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে জিতলেই মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

আরও পড়ুন: Kane teases Mathews: আজ হেলমেট ঠিক আছে তো? ক্রিজে আসতেই প্রশ্ন কেনের, তুমুল হাসি ম্যাথিউজের- ভিডিয়ো

আর বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যদি হেরে যায়, তাহলে বিশ্বকাপের পয়েন্ট তালিকার সাত নম্বরে শেষ করবেন টাইগাররা। সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে যাবেন। অষ্টম স্থানের জন্য ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের লড়াই হবে।

২) বাংলাদেশ হেরে গেলে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের হার প্রার্থনা করতে হবে। সেক্ষেত্রে চারটি দলই চার পয়েন্টে আটকে থাকবে - ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। তখন নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দুটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে। সেক্ষেত্রে বড় ব্যবধানে যদি বাংলাদেশ হেরে যায়, তখন বিপদ বাড়তে পারে। 

আরও পড়ুন: Mathews fuming with Bangladesh: লজ্জাজনক কাজ শাকিবের, চূড়ান্ত নীচে নেমে গিয়েছে বাংলাদেশ, ক্ষোভে ফুটছেন ম্যাথিউজ

ক্রিকেট খবর

Latest News

‘আমাদের ন্যায়বিচার ছিনিয়ে নিতে হবে’ মিছিল থেকে বার্তা নির্যাতিতার বাবার শামির গুরুমন্ত্রে সাফল্য, জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন আকাশদীপ ‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, মার্কিন বিচারপতির পর্যবেক্ষণ উল্লেখ করে সুখেন্দুর পোস্ট শুরু হল সুপার লিগ কেরালা, জৌলুশে হার মানবে আইএসএল এবং কলকাতা লিগ দীপিকার মা হওয়ার মাঝেই ‘সিংঘম এগেইন’-এর ক্লাইম্যাক্সে বড় বদল আনলেন রোহিত উরুতে রুদ্র বীণার ট্যাটু বিতর্কে মুখ খুললেন নিকিতিন ধীর! 'জানি না কতদিন বাঁচবে,তাই কাকিমাকেই উৎসর্গ করছি'!US ওপেন জিতেও মন খারাপ সিনারের… ১৮তম স্থানে প্যারিস প্যারালিম্পিক্স শেষ করল ভারত, কত নম্বরে পাকিস্তান? নৈহাটির প্রাক্তনীদের মিছিলে ঠিক কি হয়েছিল? শিউরে ওঠার মত পোস্ট প্রত্যক্ষদর্শীর ‘‌ওবামা–কমলার সঙ্গে দেখা করার খবর ভুল’‌, আমেরিকা সফরের আগে জবাব শিবকুমারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.