মাঠের মধ্যে পাকিস্তানকে হারিয়েছেন। তারপরই মাঠের বাইরে পাকিস্তান সরকারকে কড়া আক্রমণ শানালেন আফগানিস্তানের তারকা ওপেনার ইব্রাহিম জাদরান। কোনওরকম রাখঢাক না করেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্নের প্রেক্ষিতে জাদরান স্পষ্টত বলে দেন, আফগানিস্তানের যে শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তাঁদের ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করছেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়ো নিয়ে পাকিস্তান সরকার এবং পাকিস্তানি সেনাকে আক্রমণ শানাচ্ছে নেটিজেনদের একাংশ।
সোমবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের জাদরানকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয়। নুর আহমেদ, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদির মতো অনেকেই ম্যাচের সেরা পুরস্কার পাওয়ার দাবিদাবি হলেও শেষপর্যন্ত জাদরানকে বেছে নেওয়া হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণীর সেই অনুষ্ঠানে সঞ্চালনা করছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন চেয়ারম্যান। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে জাদরান বলেন, ‘আমি এই ম্যাচের সেরা পুরস্কারটা তাঁদের উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, জাদরান এমন সময় সেই মন্তব্য করেছেন, যখন ১ নভেম্বরের মধ্যে সমস্ত নথিবিহীন শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যে সিদ্ধান্তের ফলে পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীদের জীবন প্রভাবিত হবে। বিষয়টির তুমুল বিরোধিতা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। পাকিস্তান যে ঘোষণা করেছে, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে তালিবান সরকারের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে এক ওভার বাকি থাকতেই আট উইকেটে জিতে গিয়েছেন আফগানরা। যা একদিনের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম জয়। আর সেই ঐতিহাসিক জয়ের ভিত্তিপ্রস্তর তৈরি করে দেন জাদরানরা। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত শুরু করেন। প্রথম উইকেটে ২১.১ ওভারে ১৩০ রান যোগ করেন তাঁরা। শেষপর্যন্ত ১১৩ বলে ৮৭ রান করে আউট হয়ে যান জাদরান।
আরও পড়ুন: PAK vs AFG: ODI ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারাল আফগানিস্তান! আরও ১ লজ্জার মুখে বারররা