ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেছেন যে, ফিট হার্দিক পান্ডিয়াই ভারতকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বড় দাবীদার করে তুলেছে। তাঁর মতে, হর্দিকের মতো খুব কম প্লেয়ার আছেন, যিনি ছয়ে নেমে দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেন, আবার বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
মর্গান স্কাই স্পোর্টসে বলেছেন, ‘হার্দিক পান্ডিয়ার ফিটনেস লেভেল, ওর বোলিং করার ক্ষমতা অসাধারণ। এশিয়া কাপে ও এখনও পর্যন্ত খুব সামান্য বোলিং করেছে, কিন্তু ও সত্যিই খুব ভালো বোলিং করেছে এবং টুর্নামেন্টে খুব কম দলই আছে যারা সত্যিকারের প্রতিযোগী হতে পারে যাদের এমন কোন প্লেয়ার থাকবে, যারা সেরা ছয়ে ভালো ব্যাট করবে এবং বোলিং করার ক্ষমতাও রাখে। ’
তিনি যোগ করেছেন, ‘পুরনো বেন স্টোকস এরকম ভূমিকাই পালন করত. যার থেকে ইংল্যান্ড বছরের পর বছর ধরে সুবিধে পেয়েছে। অস্ট্রেলিয়ায় স্টোইনিস এবং ক্যামেরন গ্রিনের মতোও অনেকটা। তবে হার্দিক কিন্তু এই ভূমিকাতে সত্যিকার অর্থে দলের ভারসাম্য বজায় রাখে এবং বিশ্বকাপ চলাকালীন আমরা বিভিন্ন পিচ দেখতে পাব। অধিকাংশ প্রতিদ্বন্দ্বী দলের স্পিনার আছে, যারা সত্যিই ভালো ব্যাটিং করে। কিন্তু হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকে এবং মানসম্পন্ন পাঁচ ও ছয় ওভার বোলিং করতে পারে, তবে সত্যিই দল বড় সাহায্য পাবে। আর ও ফিট থাকলে বিশ্বকাপে পরিষ্কার ভাবে ভারত ফেভারিট।’
প্রাক্তন নিউজিল্যান্ড পেসার সাইমন ডল মর্গ্যানের সঙ্গে সহমত পোষণ করে বলেছেন, ‘আমি হার্দিক পান্ডিয়ার বিষয়ে মর্গানের সঙ্গে একমত। যদি ও ফিট থাকে, তবে ভারত লাভবান হবে। তা ছাড়া ওদের কাছে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার রয়েছে। ভারত খুবই ভালো দল।’
আরও পড়ুন: চোট উদ্বেগজনক, Asia Cup-এর আঘাতের জেরে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হতে পারে নাসিম শাহের
ভারত যে ঘরের মাঠে খেলছে, তার জন্যও সুবিধে পাবে। ইয়ন মর্গ্যান দাবি করেছেন যে, হোম কন্ডিশনে খেলা ভারত অন্যান্য দলের চেয়ে বেশি সুবিধে পাবে। তবে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে প্রত্যাশার চাপের থেকে দলকে দূরে রাখতে হবে।
মর্গ্যান স্পষ্ট বলে দিয়েছেন, ‘আমার মনে হয়, গত গ্রীষ্মে ভারত এখানে সফর করেছিল। কোচ হিসেবে রাহুল দ্রাবিড় তার প্রথম সংবাদিক সম্মেলনে বলেছিলেন যে, আমরা নির্ভীক ক্রিকেট খেলতে চাই। ওরা সব সময়ে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। যা ছিল নতুন কোচ হিসেবে এটা ওর প্রথম পরীক্ষা।’
ইয়ন আরও বলেছেন, ‘ওরা অ্যাডিলেডে যে কাজটা সঠিক ভাবে করতে পারেনি, ঘরের মাঠে আপনাকে একটি নির্দিষ্ট স্তরের স্বাচ্ছন্দ্য দেয়। সঙ্গে একটা অভ্যেস তৈরি হয়। ওরা ইতিমধ্যে বছরের পর বছর ধরে নিজেদের দেশে খেলছে, যা অন্য দলগুলির কাছে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ। সুতরাং ভারতে প্রত্যাশার চাপটা বন্ধ হলে অনেক সহজ হবে।’