আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। শাকিব আল হাসানদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। পাহাড়ে ঘেরা সুন্দর ধরমশালা স্টেডিয়ামে বসবে এই ম্যাচ। সুন্দর মনোরম পরিবেশে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে মরিয়া দুই দল। বিশ্বকাপে নামার আগে এশিয়া কাপে এই দুই দলের সাক্ষাৎ হয়। যদিও সেই ম্যাচের ফলাফল আজ হয়তো কাজে লাগবে না। তবে সেই ম্য়াচ জেতে বাংলাদেশ। বিপক্ষকে বড় রানের টার্গেট দেন শাকিবরা। এবার বিশ্বকাপের মঞ্চ। পরিবেশও আলাদা। স্বাভাবিক ভাবেই আজ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছে গোটা বিশ্ব।
অন্যদিকে আফগানিস্তান দলও প্রস্তুত এশিয়া কাপের বদলা নিতে। কিন্তু এই ম্যাচে যে পাকিস্তান দল এগিয়ে নামবে তা তারা ভালো করেই জানে। তবে শাকিব এবং রশিদদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিন্তু এই ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা উজার করে দিতে চাইবে। এখন এটাই দেখার কোন দল শেষ হাসি হাসে।
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কখন শুরু হবে?
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সকাল সাড়ে দশটা থেকে।
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কখন শুরু হবে?
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সকাল সাড়ে দশটা থেকে।
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচটি কোন চ্যানেলে দেখানো হবে?
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখানো হবে?
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপের ম্যাচটি Disney+ Hotstar-এ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও লাইভ স্কোরের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েব সাইটে।
এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং আফগানিস্তানের সম্ভাব্য একাদশ-
আফগানিস্তান- রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, মহম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমাতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নবীন-উল-হক, মুজিব উর রহমান এবং ফজলহক ফারুকি।
বাংলাদেশ- তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মহম্মদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।