বিশ্বকাপে টানা চার ম্যাচ হারের পর পাকিস্তানের সেমিফাইনালের আশা কার্যত শেষ। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত এক উইকেটে হারতে হয়েছে বাবর আজমদের। এই হারের পরেও অবশ্য ক্ষীণ একটি আশা এখনও বেঁচে রয়েছে। তবে সেই অঙ্ক বড় জটিল। এখন পাকিস্তানকে নিজেদের বাকি তিন ম্যাচ জেতা ছাড়া অন্যান্য দলের ফলাফলের উপরও নির্ভর করে থাকতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। বিশেষ করে অন্য ম্যাচের পাশাপাশি অজিদের বাংলাদেশ অথবা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারতে হবে।
পাকিস্তান ছ'টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে মাত্র দু'টিতে জিতেছে। চার পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবলের ছয়ে রয়েছে তারা। তাদের এখন বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ বাকি। যে তিন ম্যাচ তাদের সবার আগে জিততেই হবে।
এখন যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের জন্য সবচেয়ে সোজা সমীকরণ হবে, অস্ট্রেলিয়াকে তাদের বাকি চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হবে। যার মধ্যে আবার আফগানিস্তান এবং বাংলাদেশের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ রয়েছে তাদের।
আরও পড়ুন: শাদাব চোট পাওয়ায় পাকিস্তানকে নিতে হল কনকানশন পরিবর্ত, ২০২৩ বিশ্বকাপে হল ইতিহাস
এদিকে নিউজিল্যান্ডের চার ম্যাচ বাকি। তার মধ্যে একটি ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধেও রয়েছে। বাবররা চাইবেন, কিউয়িরা তাঁদের বিরুদ্ধে ম্যাচে হারার পাশাপাশি বাকি তিনটি ম্যাচই জিতুক।
অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ বা আফগানিস্তানের বিপক্ষে জিতেও যায়, এবং নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে নেটরানরেট বড় বিষয় হতে পারে।
পাকিস্তানের যোগ্যতা অর্জনের জন্য, নিম্নলিখিত ফলাফলগুলি সহায়ক হতে পারে:
ম্যাচ ২৭: অস্ট্রেলিয়াকে হারতে হবে নিউজিল্যান্ডের কাছে
ম্যাচ ২৮: বাংলাদেশকে হারতে হবে নেদারল্যান্ডসের কাছে
ম্যাচ ২৯: ইংল্যান্ডকে হারতে হবে ভারতের কাছে
ম্যাচ ৩০: শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানকে হারতে হবে
ম্যাচ ৩১: বাংলাদেশকে হারতে হবে পাকিস্তানের কাছে
ম্যাচ ৩২: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডকে জিততে হবে
ম্যাচ ৩৩: শ্রীলঙ্কাকে হারতে হবে ভারতের কাছে
ম্যাচ ৩৪: নেদারল্যান্ডসকে হারতে হবে আফগানিস্তানের কাছে
ম্যাচ ৩৫: পাকিস্তানের বিরুদ্ধে জিততে হবে নিউজিল্যান্ডকে
ম্যাচ ৩৬: অস্ট্রেলিয়াকে হারাতে হবে ইংল্যান্ডকে
ম্যাচ ৩৭: ভারতকে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
ম্যাচ ৩৮: শ্রীলঙ্কাকে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে
ম্যাচ ৩৯: আফগানিস্তানকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে
ম্যাচ ৪০: নেদারল্যান্ডসকে হারতে হবে ইংল্যান্ডের কাছে
ম্যাচ ৪১: শ্রীলঙ্কাকে হারতে হবে নিউজিল্যান্ডের কাছে
ম্যাচ ৪২: দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে
ম্যাচ ৪৩: অস্ট্রেলিয়াকে হারতে হবে বাংলাদেশের কাছে
ম্যাচ ৪৪: ইংল্যান্ডকে হারতে হবে পাকিস্তানের কাছে
ম্যাচ ৪৫: ভারতকে জিততে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে
আরও পড়ুন: ঢাকায় গিয়ে কোনও নিয়মই ভাঙেনি শাকিব ভাই- অধিনায়ক বিতর্কে কি ধামাচাপা দিতে চাইলেন তাসকিন?
উপরে উল্লিখিত হিসাব অনুযায়ী যদি সমস্ত ফলাফল হয়, তবে ভারতের হবে ১৮ পয়েন্ট, নিউজিল্যান্ডের হবে ১৪ পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার হবে ১২ পয়েন্ট এবং পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে শেষ করবে। যেখানে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার ৮ পয়েন্ট করে পাবে। এদিকে ৪৩ নম্বর ম্যাচে অস্ট্রেলিয়া যদি বাংলাদেশের বিপক্ষে জিততে পারে, যার সম্ভাবনা খুব বেশি, তাহলে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ১০ পয়েন্টে টাই হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি পাকিস্তানের জন্য সেমির সমীকরণ আর পরিষ্কার হয়ে যাবে।