সন্দেশখালির ঘটনা সংবাদ শিরোনামে আসার পর সেখানে তথ্যানুসন্ধানি দল পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। সেখানে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। নির্যাতিতা হননি জানিয়ে সন্দেশখালির মহিলাদের একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসায় কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও বলে তারা। তার কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে নালিশ জানাল জাতীয় মহিলা কমিশন।
চিঠিতে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি দিয়েছে মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। চিঠিতে তিনি অভিযোগ জানিয়েছেন, ভয় দেখিয়ে নির্যাতিতাদের অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে। রাজ্যের শাসকদল তৃণমূল এই কাজ করাচ্ছে।
আরও পড়ুন। ‘সবে তো শুরু,’ সন্দেশখালির স্টিং ভিডিয়ো নিয়ে মুখ খুললেন শেখ শাহজাহান
চিঠিতে রেখা শর্মা জানিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে সন্দেশখালি নিয়ে রিপোর্ট আসার পর তারা সেখানে একটি প্রতিনিধি দল পাঠান। সেই দল গিয়ে বহু মহিলাদের সঙ্গে কথা বলে। কী ভাবে শাহজাহান শেখের শাকরেদদের হাতে তাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তা জানিয়েছেন। তবে তারা জানতে পেরেছেন, এখন ওই মহিলাদের বাধ্য করা হচ্ছে তাঁদের অভিযোগ প্রত্যাহার করে নিতে। তাই কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করে অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন। রেখা পাত্রর হাত ধরে হিঙ্গলগঞ্জে ২০০ পরিবার বিজেপি যোগ দিল
সরব তৃণমূল
গত কয়েকদিন ধরে বিজেপি নেতা এবং সন্দেশখালির মহিলাদের একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সরব হয় তৃণমূল। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শশী পাঁজা আলাদা বিষয়টি তুলে ধরেন। সন্দেশখালির ভিডিয়োর প্রেক্ষিতে তাঁরা রেখা শর্মাকে এক জন 'চক্রান্তকারী' বলে দাবি করেন। তাদের যুক্তি, মহিলা কমিশেনর প্রধান নিজে সন্দেশখালিতে এসে 'নির্যাতিতাদের' বক্তব্য শোনেন। রাষ্ট্রপতির কাছে অভিযোগও জানান তিনি। ওই ভিডিয়োর ভিত্তিতে তৃণমূল দাবি করে, এক মহিলা অভিযোগ করেছেন যে, দিল্লির মহিলা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালিতে গিয়ে সাদা কাগজে ধর্ষণের মিথ্যা অভিযোগে সই করিয়ে নিয়েছেন। এর প্রেক্ষিতে রাজ্যের শাসকদল অভিযোগ করে, মহিলা কমিশনের প্রধান নিজের ‘পদের অপব্যবহার’ করেছেন।
এই অভিযোগ শোনার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে।
আরও পড়ুন। খুন হয়ে যেতে পারি, হাইকোর্টে গেলেন গঙ্গাধর, সন্দেশখালিতে ডিভিয়ো 'কাঁটা'