বিশ্বকাপের ভারতীয় দলে না থেকেও যেন রয়েই গিয়েছেন সঞ্জু স্যামসন। এশিয়া কাপের রিজার্ভ দলে ছিলেন। মূল দলে সুযোগ পাননি। আর বিশ্বকাপের ১৫ জনের দলে রাখাই হয়নি তাঁকে। ব্যাক আপ হিসাবে থাকলেও, কোনও ম্যাচ খেলানো হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালের আগে তিনি দেশে ফিরে আসেন।
ক্রিকেট বিশেষজ্ঞরা সঞ্জুকে বাদ দেওয়ার বিষয়টি ভালো ভাবে নেননি। সঞ্জুর ভক্তরা তো তীব্র সমালোচনা করেছিলেন। বিশ্বকাপের প্রাক্কালে আবার শিরোনামে উঠে এলেন সঞ্জু। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কেরলের তিরুবনন্তপুরমে ছিল ভারতীয় দল। যেখানে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছিল, ঠিক তার পিছনেই সঞ্জু স্যামসনের একটি বিশাল পোস্টার ছিল।
সেই ছবি আবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সঞ্জু স্যামসন। সঙ্গে একটি আবেগতাড়িত বার্তাও দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সঞ্জু লেখেন, ‘সব সময়ে টিম ইন্ডিয়ার সঙ্গে।’ এতেই বুঝিয়ে দিলেন, দল থেকে বাদ পড়লেও ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কামনায় সঞ্জু।
মঙ্গলবার বৃষ্টির জেরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পুরো প্রস্তুতি ম্যাচই বাতিল হয়ে গিয়েছে। টস পর্যন্ত করা সম্ভব হয়নি। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে যাওয়ার পর ২১৭০ মাইল ট্র্যাভেল করে তিরুবনন্তপুরামে পৌঁছয় রোহিতরা। কিন্তু সেখানেও নিট ফল শূন্য। বিশ্বকাপ শুরুর আগে বৃষ্টিতে বেশিরভাগ ওয়ার্ম আপ ম্যাচই ভেস্তে যায়। তাতে বিরক্ত ক্রিকেটাররা। তবে বিশ্বকাপের প্রথম তিন ভেন্যু আমদাবাদ, হায়দরাবাদ এবং ধর্মশালাতে বৃষ্টির আগাম পূর্বাভাস নেই।
আরও পড়ুন: স্পিনার, জোরে বোলার জুটিতেই লঙ্কা বধ, শেষ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। তার আগে একটি সাক্ষাৎকারে রোহিতকে প্রশ্ন করা হয়, ‘সমর্থকেরা চাইছেন ভারত বিশ্বকাপ জিতুক। রোহিতেরা কি নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী?’ জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘সমর্থকেরা তো চাইবেই, সেটা তো নিয়ন্ত্রণ করতে পারব না। তাঁরা দলের জয় চাইবেন। আর এটাই স্বাভাবিক। আমরা যে প্রতিযোগিতাতেই খেলতে নামি, সেখানে ট্রফি জেতার দাবিদার হয়ে উঠি। কিন্তু সমর্থকেরা চাইলেও, বিশ্বকাপ জেতা হচ্ছে না।’
তা হলে কি নিজেদের নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন রোহিত? তিনি কি মনে করেন অন্য কোনও দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘কে বিশ্বকাপ জিতবে, সেটা আমি কী করে বলব? আমি নিজের দল নিয়ে বলতে পারি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সবাই ফিট। আশা করছি আমরা ভালো খেলব। ট্রফি জেতার চেষ্টা করব। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’